আমাদের কথা খুঁজে নিন

   

বলো শান্তি!

শাস্থির এই পৃথিবীতে, শান্তি মেলা দায় সবাই বলে মনে সাহস রাখো আমি সাহস রাখি! শাস্থির এই পৃথিবীতে, শান্তি মেলা দায় সবাই বলে আবার নতুন করে ভাবো আমি আবার ভাবি! শাস্থির এই পৃথিবীতে, শান্তি মেলা দায় সবাই বলে সামনে এগিয়ে যাও আমি সামনে আগাই! কিন্তু আমার সাহস, ভাবনা, এগিয়ে যাওয়া সব মিলেও এক ফোঁটা শান্তি গেলো না পাওয়া। আর নির্ঘূম রাত নয় আর কটূকথা ভরা দিন নয় আর ভারি দীর্ঘশ্বাস নয় মনের এই ক্ষুদ্র দাবী এই বৃহৎ পৃথিবীর চেয়েও ভারি কিনা জানি না শাস্থির এই পৃথিবীতে, আমার শান্তি মেল্ লো না!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।