আমাদের কথা খুঁজে নিন

   

সংসদ টিভি

সংসদ টিভি জাতীয় সংসদের কার্যক্রম প্রচারের লক্ষ্যে 'সংসদ বাংলাদেশ টেলিভিশন' নামে একটি টিভি চ্যানেল গত সংসদ অধিবেশন থেকে আনুষ্ঠানিকভাবে সমপ্রচার শুরু করেছে। বর্তমান বাজেট অধিবেশন দিনে আমি সংসদ টিভি’র কার্যক্রম বলাযায় সবটুকুই দেখেছিলাম। গত অধিবেশনে বছরের প্রথম অধিবেশন হিসাবে উদ্বোধনী দিনে রীতি মাফিক রাষ্ট্রপতি জিল্লুর রহমান জাতীয় সংসদে ভাষণ দিয়েছেন। তাঁর ভাষণ সমপ্রচারের মধ্য দিয়েই যাত্রা শুরু হয়েছিল সংসদ টিভি’র। শুরুর দিন থেকেই সময় পেলে কৌতুহল নিয়ে সংসদ টিভি দেখেছি।

প্রথমেই লক্ষ করেছি-যখন যেসংসদ সদস্যের দিকে ক্যামেরা ফোকাস করে তখনই সেই সাংসদ অনেকটাই মিলিটারী কায়দায় এটেনশন হয়ে যান। আবার নারী সাংসদগন কেউ কেউ শাড়ী ঠিক করেন, কেউ কেউ সুযোগ সুবিধামতো টুকটাক রুপচর্চা করে নেন। এবার দেখলাম সংরক্ষিত সাংসদ একফাঁকে ব্যাগ থেকে চিরুনী বের করে মাথা নীচু করে কেশচর্চাও করে নিলেন-যদিও তিনি ভেবেছিলেন কেউ দেখছেননা তাঁর কেশচর্চা! কিন্তু বেরশিক ক্যামেরাম্যান সাংসদের কেশ্চর্চাটুকুও আন্তর্জাতিকী করে ফেলেন। লক্ষণীয় ভাবে সংসদ টিভি তরুন-বয়স্ক সাংসদদের স্মার্টনেস/সচেতণতা বাড়িয়ে দিয়েছে-যা মাননীয় স্পীকার আবদুল হামিদ সাহেব বেশ রশিয়ে রশিয়ে বলেছেন! কিন্তু একেবারেই সামনের সীটে বসে মাননীয় অর্থমন্ত্রীর বারবার ডলফিনেরমত হাইতোলা নিরুত্তাপ সাংসদে ঘুমের আমেজ এনেদিচ্ছিল। সব থেকে মজার দৃশ্য প্রদর্শন করে সংসদ টিভি স্বার্থক করেছেন বানিজ্য মন্ত্রী লেঃকর্নেল(অবঃ)ফারুক খান একাগ্রমনে অত্যন্ত শৈল্পীক ভাবে নিজের নাকের লোম ছিড়ে!এই দুই মন্ত্রী তাদের মন্ত্রনালয় চালাতে শতভাগ ব্যার্থ হলেও সংসদ টিভিকে উপজীব্য করে তুলতে নিজেদের “প্রকৃত যোগ্যতা” প্রমান করেছেন।

রাস্ট্রীয় দ্বায়িত্ব পালনে সম্পুর্ণ ব্যার্থ ঐ দুই মন্ত্রীর একজন ঘুমিয়ে এবং অন্যজন নাকের লোম ছিড়ে জাতিকে যে আনন্দ দিয়েছেন এবং সেই আনন্দ লক্ষ কোটি দর্শকদের প্রদর্শন করায় সংসদ টিভি ধন্যবাদ পেতেই পারে। জাতীয় সংসদ সচিবালয়ের সূত্র জানিয়েছে, সরকারের উর্ধতন কর্তিপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ইতিমধ্যেই বিশেষায়িত এই টিভি চ্যানেল পরিচালনার জন্য জাতীয় সংসদ সচিবালয়, তথ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) কয়েকজন কর্মকর্তার সমন্বয়ে একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের মালিকানাধীন নতুন এই টিভি চ্যানেল আপাতত চলবে বাংলাদেশ টেলিভিশনের কারিগরি সহযোগিতায়। ভবিষ্যতে নিজস্ব জনবল কাঠামো সৃষ্টিসহ সামগ্রিক সক্ষমতা সৃষ্টিসাপেক্ষে এটি সম্পূর্ণরূপে একটি স্বতন্ত্র টিভি চ্যানেল হিসাবে প্রতিষ্ঠিত হবে। তখন নিশ্চই আরো অনেক সৌন্দর্য্য উপভোগ করতে পারবো!আপনারা সবাই ঘরে, দোকানে, ক্লাবসহ যেখানেই বিটিভি আছে সেখানে বসেই সংসদ টিভি দেখার জন্য আমন্ত্রিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।