আমাদের কথা খুঁজে নিন

   

ফালানি

অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজি,এসো নতুন করে জীবনের মানে বুঝি.... পথের ধারে গোলাপের তোড়া হাতে ছোট্ট মেয়ে আহারে মলিন মুখে, জীর্ণ কাপড় বড্ড শীর্ণ দেহে ছলছল চোখে ফুলের তোড়া বাড়িয়ে, স্যারগো নেন্‌না দশ টাকাতে কত্‌তো সুন্দর ফুল দিয়েন আফারে। খাই নাই স্যার্‌গো সারা দিন মার আসুখ বড় কিনুম ঔষুধ। নেন্‌না স্যারগো নেন্‌না নেন্‌না ভালা করবো আপনারে আল্লা, ছুটছে ফালানি ছুটছে পথে পথে অসুস্থ মা যে পড়ে আছে ঘরে। বাবা নেই মা মেয়ের কষ্টের সংসার ঠিক মতো জুটে না দু'বেলার খাবার, মায়ের অসুখ ঔষুধ যে তার চাই ছুটছে যে ফালানি কোন হুশ নাই, হঠাৎ লাগে ধাক্কা করুন আত্ন চিৎকার রাস্তায় নিথর ফালানি রক্তাক্ত দেহ তার। খবর পেয়ে ছুটে আসে ফালানির মা চিৎকার করিয়া কহে মাগো ঔষুধ লাগবো না, আল্লারে এইডা তোমার কেমন বিচার কাইড়া কেন্‌ নিলা জাদু সোনারে আমার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।