আমাদের কথা খুঁজে নিন

   

ielts ভালো করার বিষয়ে পরামর্শ চাই

ব্লগার ভাইয়েরা আশা করি আপনারা সবাই ভালো আছেন।ielts বিষয়ে আপনার পরামর্শ আমার দরকার *রাইটিং স্কিল কীভাবে বাড়াব বা ফর্মেটটা কেমন হবে? *স্পিকিং কিউ টেস্টে সমস্যা হয় বলতে,কীভাবে তা দূর করা যাবে? *লিসিনিং এ ক্যাম্ব্রিজের সিডি থেকে প্রাকটিস করে দেখলাম গড়ে ২৮/২৯ টা হয়,কীভাবে তা বাড়ানো যাবে? *রিডিং এ প্যাসেজের ইয়েস,নো এন্ড নট মেনশনড নিয়ে কনফিউশনে পড়ে যাই।যা মনে করি নট মেনশনড সেটা হয় নো।তা কীভাবে দূর করা যাবে? *আমি সেন্ট জোনসে কোচিং করছি এবং কোচিং এ রিডং এ আমার ৩২/৩৩ টা হয়।এখন প্রশ্ন কি কোচিংগুলোর স্ট্যান্ডার্ডে হয় না এর চেয়ে কঠিন হয়। আমার লক্ষ্য ব্যান্ড স্কোর ৮ তোলা।কীভাবে তা করতে পারব?এসব প্রশ্নের উত্তর জানতে আপনাদের পরামর্শের অপেক্ষায় রইলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।