আমাদের কথা খুঁজে নিন

   

Next ভিডিও কনভার্টার এর মাধ্যমে যে কোন ফরম্যাটের ভিডিও ফাইলকে অন্যান্য ফরম্যাটের কনভার্ট করা

ইউটিউব,রাপিডশেয়ার এই সমস্ত সাইট থেকে নানান ফরম্যাটের ভিডিও ডাউনলোড করে করে পিসির একটি ডিস্ক শুধুমাত্র ভিডিওতেই ভরে গেছে। এই সমস্ত ভিডিওগুলিকে DVD তৈরী করে পিসি থেকে ডিলিট মারবো ডিসিস্যান নিয়েছিলাম। প্রায় 85% ছিল FLV ফরম্যাটের তাই এগুলি যাতে DVD প্লেয়ারে প্লে সেজন্য একটি কনভার্টার খুঁজছিলাম,স্পেশালী FLV থেকে NTSC DVD/VCD বা MPEG2 কনভার্ট করার মত একটি কনভার্টার। চার-পাঁচ দিন ধরে খুঁজে অনেক কনভার্টার পেলাম কিন্তু এগুলির মধ্যে সবগুলিতেই কিছু না কিছু কমই দেখলাম। কোনটাতে 10% কনভার্ট হচ্ছে,কোনটাতে সমস্ত ফরম্যাট সার্পট করে না আবার কোনটাতে ভিডিওতে Unregister এর বা ট্রায়াল ভার্সনের টেক্সট দেখাচ্ছে।

শেষ পর্যন্ত পেলাম Next Video Converter ওটি ফ্রী। Next Video Converter এর মাধ্যমে অলমোস্ট সমস্ত ফরম্যাটের ভিডীও কনভার্ট করা যায় এবং ব্যবহার করাও দারুন সহজ। এছাড়াও এটি DVD Rip এবং Youtube Video ডাউনলোডার হিসাবে সলিড কাজ করে। এটিকে ব্যাবহার করার জন্য ইনস্টলেশের পরে রান করে Add Movie ট্যাবে করে ভিডিও ফাইল সেলেক্ট করতে হবে। ভিডিও এড হলেই Select Output Format এর উইন্ডো আসবে এখানে Output Format সেলেক্ট করে নিচে Change ট্যাবে ক্লিক করে Output Format এর সেভ পাথ দেখিয়ে দিতে হবে।

চাইলে Setting ট্যাবে ক্লিক করে Video সাইজ Audio এবং অনান্য Setting চেঞ্জ করা যাবে। এটিতে হাত না দেওয়াই ভাল কারন ডিফল্ট ভাবে এটি ফরম্যাট অনুযায়ী পারফেকশান ফিক্স করে নেয়। এবারে উপরে থাকা Start ট্যাবে ক্লিক করলেই এটির Output Format স্টার্ট হবে এবং কমপ্লিট হবার পরে এটিকে প্লে করা যাবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।