আমাদের কথা খুঁজে নিন

   

গল্প ছিল....( লিরিকাল ফটোব্লগ - ১! )

গল্প ছিল আকাশেতে,গল্প ছিল বাতাশে তাই গল্প ছিল তিরতিরানো,নদীর জলে ঢেউ খেলানো… গল্প ছিল মাঠের শেষে,দুরের রেখায় হালকা ছাই! গল্প ছিল যখন ছিল, এখন কোনো গল্প নাই, অন্য কোনো গল্প নাই ... ......................................................... গল্প ছিল মেঘের ডানায়, কানায় কানায় বৃষ্টি তাই গল্প ছিল কাদা পথে, হাটু ডুবে হাটতো হায় গল্প ছিল টাপুর টুপুর ঘাষে, গল্প ছিল সুখ জড়ানো সুখের আশেপাশে... গল্প ছিল কল্পনায় কল্পনারা হারিয়ে গেছে আলপনা তাই আঁকে নাই গল্প ছিল যখন ছিল,এখন কোনো গল্প নাই, অন্য কোনো গল্প নাই... ....................................................... গল্প ছিল ভাত ঘুমে ডুপুর বেলার অবেলায় গল্প ছিল কাজের ফাকে হঠাৎ উদাস মনটা হায় গল্প ছিল জংলা হাটে, জংলা পথে,সেথায় এখন পথ হাট নাই শেওলা পড়ে বন্ধ হল ব্যবসাপাতি, গল্প নাই ... গল্প ছিল যখন ছিল, এখন কোনো গল্প নাই,অন্য কোনো গল্প নাই ... ........................................................ *গানটি কৃষ্ণকলির "আলোর পিঠে আঁধার" আ্যলবাম থেকে নেয়া।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.