আমাদের কথা খুঁজে নিন

   

Word-2007 এ খুব সহজে মাত্র কয়েকটি "+" দিয়ে তৈরী করুন টেবিল।

আমরা সাধারণত Word এ টেবিল তৈরী করার জন্য টেবিল মেনু (Word97-2003) Tools bar অথবা Insert tab (word2007,2010) ব্যবহার করি। কিন্তু এখন আপনি খুব দ্রুত এবং মেনু বা ট্যাব ব্যবহার না করে ও Word-2007,2010 এ খুব সহজেই টেবিল তৈরী করতে পারেন। যা করতে হবে তা নিন্মরুপ: প্রথমে আপনি কত কলাম ও কত রো এর টেবিল করবেন তা ঠিক করুন (মনে করি আপনি ৪কলাম ৪ রো বিশিষ্ট টেবিল তৈরী করবেন), তারপর ডুকমেন্ট এর প্রয়োজনীয় স্থানে কার্সর রেখে লিখুন (কি-বোর্ড থেকে) + + + + লিখে এন্টার দিন(মনে রাখতে হবে দুটো + এর মাঝের ফাঁকা জায়গাটুকু Spacebar চেপে দিতে হবে, এবং কতবার Spacebar চাপদিবেন ততোটুকু বড় হবে কলাম) এরপর কলাম এর শেষে ডান দিকে কার্সর নিয়ে এন্টার দিন এ ভাবে ৪ বার কার্সর নিয়ে এন্টার দিন দেখবেন ৪ কলাম ও ৪ রো বিশিষ্ট একটি টেবিল তৈরী হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।