আমাদের কথা খুঁজে নিন

   

আরল সাগর হারিয়ে গেছে!ফারাক্কার প্রভাবে কি বাংলাদেশের পশ্চিমাঞ্চল একিই পরিবেশগত বিপর্যয়ে পড়বে না?(ছবি ব্লগ)

[img|http://media.somewhereinblog.net/images/thumbs/tawfiqtuhin_1306089606_1-aral-pic.gif মৃত আরল সাগর। ১৯৮৭ সালে কোন এক পত্রিকায় পড়েছিলাম যে,আরল হ্রদ বা সাগর শুকিয়ে ক্রমশ হারিয়ে যাচ্ছে। বস্তুত আরল সাগর হারিয়ে যাওয়ার অন্যতম প্রাকৃতিক কারন হলো-আমু দরিয়ার স্রোতের সাথে ভেসে আসা বিপুল কাদামাটির তলানি,আমু দরিয়া আরলের দক্ষিনে এসে ময়নাক শহরের নিকট আরলে পতিত হয়েছে। আর মানবসৃস্ট কারন হলো,ষাটের দশকে সাবেক সোভিয়েট রাশিয়া কর্তৃক সেচের কাজে আমু দরিয়া থেকে পানি নিয়ে কারাকুম মরুভূমিতে তুলা চাষে ব্যবহার করা। অদ্ভুত হলেও সত্যি যে,১৯৬০ সালে আরল সাগরের আয়তন শ্রীলংকা থেকেও বড় ছিলো।

১৯৬০ সালে এর আয়তন ছিলো ৬৮০০০কিঃমিঃ,১৯৯৮ সালে তা কমে এসে দাঁড়ায় ২৮৬৮৭কিঃমিঃ,২০১০ সালে তা ৭০০০কিঃমিঃ এ এসে দাড়ায়। প্রকৃতির এই ভয়ঙ্কর পরিবর্তনে আরল সাগর এখন আরল কুম বা আরল মরুভুমিতে পরিনত হয়েছে। আরল সাগরের পাড়ে ময়নাক শহর আগে যেখানে লক্ষাধিক লোক বাস করতো,এখন সেখানে মাত্র ১০০০লোক বাস করে। সেখানে তাপমাত্রা ভীষন বেড়েছে,যক্ষারোগীর পরিমান ও শ্বাসকস্ট রোগীর পরিমান বেড়েছে। সবচেয়ে ভয়ঙ্কর লাগে যখন আরলের পাড়ে গেলে দেখা যায় হাজার হাজার জাহাজ মৃতদেহের মত আরলে পড়ে রয়েছে।

সবকিছু আছে,জাহাজ ,বন্দর,বাজার ,কিন্তু কোন মানুষ নেই। মানুষ এটিকে পরিত্যত্ত জনপদ বিবেচনা করে সরে গিয়েছে। আমার নিজের এসব ছবি দেখলে মনের মাঝে ভয়ঙ্কর সব পরিনতির কথা মনে হয়। পদ্মাতে ফারাক্কার অভিশাপ,মেঘনাতে টিপাইমুখের বাধ এগুলো দিয়ে ভারত আমাদের কোন পরিনতির দিকে নিয়ে যাচ্ছে। যে রাস্ট্র মানুষের মৌলিক অধিকার হরন করে,অন্য রাস্ট্রের প্রতি মরুকরন চালায় সুপরিকল্পিতভাবে,অন্য দেশের নিরীহ নাগরিককে অনায়াসে গুলি করে হত্যা করে(যদিও ভারত কখনো চীন বা পাকিস্তানের নিরীহ নাগরিককে সীমান্তে ভুলেও গুলি করে না,কারন তারা এর ফলাফল সম্পর্কে সম্যক অভিহিত),সাম্প্রদায়িক মনোভাব পোষন করে,নিজ দেশের সংখ্যালঘুদের অধিকার ভয়ানকভাবে হরন করে ,তারা কখনই সামগ্রিক উন্নতির দিকে যেতে পারে না,এসব রাস্ট্রের কাঠামো বা ভিত ভেতর থেকে ভেঙ্গে পড়ে।

আরল বামে ১৯৮৯ সালের এবং ডানে ২০০৮ সালের অবস্থা। মৃত আরলে পরিত্যক্ত জাহাজ। ময়নাক শহরের পরিত্যক্ত বন্দর। আরলগামী ময়নাক শহরের পরিত্যক্ত বন্দর। ১৯৮৫ সালে আরল।

১৯৯৭ সালে আরল। আরল পাড়ে পরিত্যক্ত ময়নাক শহরের প্রবেশ দ্বার। আরলে পরিত্যক্ত জাহাজ।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।