আমাদের কথা খুঁজে নিন

   

উুড়ো উড়ো মন...কাটেনা ক্ষন...

স্বাদের হাড়ি , মনের বাড়ি ... দূর দিগন্তে আড়ি । আজ করি শপথ কাল ভাঙ্গি ...আজ যারে আমি ভালবাসি... শত্রু হয়গো সে মোর একটু পরে । ভালবাসার জন্য ধরাকে সরা , কত করি তোলপার ... জানি তবু করি , এসব মিছা বারবার । মনটা এমন দস্যি ছেলে , যেন পথের ধুলো ... মনটা এমন দস্যি মেয়ে , যেন পথের বালি ...চাওয়া পাওয়া তার সীমাহীন দেশে ...সব করে ফালি ফালি । জানি সব হায় পাগলামি , তবু এসব করি ...চূরান্ত বেলায় স্বপ্ন ধলোয় মিশিয়ে দিয়ে , ধুকে ধুকে মরি । তবু কেন মানুষ , কেন আমি জেনে শুনে বারে বারে একই ভুলটা করি !? বলতে পার তোমরা কেউ কি ? প্রশ্ন জানা নেই , মনের মানা নেই ... মন কখনো শান্ত হয়না ... অশান্ত হৃদয়ে ডানা ঝাপটে উড়ে ... কেড়ে নেয় সব , দেয়না কোন কিছু ... বিচিত্র মানুষ তবু ক্ষনে ক্ষনে থেকে থকে পরাজিত হয় , মনের হেয়ালি আবদারের কাছে , আমি পরাজিত হই , নিয়মিত পরাজয় বরন করি ... পরাজয়ের সঙ্গা জানিনা ... নিজে নিজে হাসি , হাসির মানে বুঝিনা ... কখনো কঁাদিনা , কঁাদতে গেলে চোখ ধরে আসে ... তীব্র ব্যাথা হয় , অত:পর উৎকট গন্ধ বের হয় ...তবু বার বার সেই কান্নার কাজই করি , করি আর ভাবি ... আবার করি ... কি আজব না এমন আর করবনা শপথ নেই ... আবার করি ... fb id-sarouj mahady

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.