আমাদের কথা খুঁজে নিন

   

পাঞ্জাবে চরমপন্থী উস্কে দিতে সৌদি আরব এবং আরব আমিরাতের অর্থ সহায়তা

যুক্তি এবং মুক্তচিন্তায় সকলকে স্বাগতম। সৌদি আরব এবং আরব আমিরাতের কয়েকটি কথিত স্বেচ্ছাসেবী সংস্থা পাকিস্তানের দক্ষিণ পাঞ্জাবে চরমপন্থা উস্কে দিতে বিপুল পরিমাণ অর্থ সহায়তা দিয়েছে। দেশ দু'টি দীর্ঘদিন ধরে প্রতি বছর প্রায় ১০ কোটি ডলার অর্থ সহায়তা দিয়েছে বলে জানা গেছে। এ সব অর্থ দেওবন্দী ও আহলে হাদিসের অনুসারী ধর্মীয় নেতাদের কাছে গেছে। অনুসন্ধানীমূলক ওয়েবসাইট উইকিলিকসের বরাত দিয়ে পাকিস্তানের দৈনিক ডন পত্রিকা এ খবর দিয়েছে।

উইকিলিকস দাবি করেছে, ২০০৮ সালে পাকিস্তানে কর্মরত মার্কিন দূতাবাসের প্রিন্সিপাল অফিসার ব্রায়ান হান্ট গোপন তারবার্তায় ওয়াশিংটনকে এ তথ্য জানিয়েছিলেন। উইকিলিকস আরো দাবি করেছে, সৌদি আরব ও আরব আমিরাতের দেয়া অর্থ আট/দশ বছরের শিশুদেরকেও চরমপন্থী হিসেবে গড়ে তোলার জন্য ব্যয় করা হয়। এ খবর সম্পর্কে এক প্রশ্নের জবাবে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওসামা নুগালি বলেছেন, "আমরা উইকিলিকসের দেয়া কোনো খবরের ওপর মন্তব্য করব না বলে প্রথম দিনই জানিয়ে দিয়েছি। কারণ উইকিলিকসের খবরের কতটা ভিত্তি আছে তা নিয়ে সন্দেহ রয়েছে। এ ছাড়া, সৌদি আরব এ খবর প্রচারের জন্য দায়ী নয়"।

# ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।