আমাদের কথা খুঁজে নিন

   

কেউ বেঁচে থাকলে উদ্ধার হবেই: প্রধানমন্ত্রী

রানা প্লাজার কংক্রিটের স্তূপের নিচে আর কেউ জীবিত থাকলে তাদেরও উদ্ধার করার প্রত্যয় জানিয়েছেন তিনি।
শুক্রবার বিকাল ৪টা ২৬ মিনিটে রেশমাকে কংক্রিটের স্তূপ থেকে উদ্ধার করার পরপরই সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, ১৯ বছর বয়সী ‘লড়াকু’ এই তরুণী  আশঙ্কামুক্ত।      
তাকে উদ্ধারের খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দলের মাধ্যমে টেলিফোনে মেয়েটির সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তার সুচিকিৎসা নিশ্চিত করাসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

  
এরপর হেলিকপ্টারে করে তিনি সাভার সিএমএইচে যান রেশমাকে দেখতে।
তিনি চিকিৎসকদের কাছে রেশমার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং রেশমার মায়ের সঙ্গে কথা বলেন।
১৭ দিন ধরে অন্ধকার ধ্বংসস্তূপে ‘অসীম প্রাণশক্তি নিয়ে’ টিকে থাকা রেশমাকে কেউ যাতে মানসিকভাবে পীড়া না দেয় সেজন্যও সবাইকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “সবাই ধৈর্য ধরে ছিলেন। সবাইকে ধন্যবাদ।

” 
“আল্লাহ চাইলে আরও কয়েকজন যদি উদ্ধার হয়,” আশা ঘরে তার কন্ঠে।
গত ২৪ এপ্রিল সকালে সাভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন নয় তলা রানা প্লাজা ধসে পড়ে।
ভয়াবহ ওই ঘটনার পর প্রধানমন্ত্রী সাভারের উদ্ধার অভিযান পরিদর্শন করেন এবং সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল ও সিএমএইচে চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা কলে তাদের সহায়তার আশ্বাস দেন।      

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.