আমাদের কথা খুঁজে নিন

   

ঝুলন্ত তারের জট শিগগিরই খুলছে না, ভোগান্তি মানুষের

সেই জন্ম থেকে । কয়েক দফায় সময় বাড়িয়ে রাজধানীর প্রধান সড়কগুলোর তার অপসারণের সময় নির্দিষ্ট করা হয় গত বছরের ৩১ ডিসেম্বর। নির্ধারিত ওই সময়ের পাঁচ মাস পেরিয়ে গেলেও ঝুলন্ত তারের জট খোলেনি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রাজধানীর সব কটি প্রধান সড়কের ঝুলন্ত তার অপসারণে আরও বছর দেড়েক সময় লাগবে। রাস্তার পাশে ঝুঁকিপূর্ণভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের ঝুলন্ত তার ভূ-গর্ভস্থ বিতরণ লাইন-ব্যবস্থার আওতায় স্থাপনের বিষয়ে গত বছরের মার্চে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল সরকার। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তার নামানোর কার্যক্রমের শুরুতে সরকারের চাপে তাড়াহুড়ায় এলোমেলোভাবে উত্তরা থেকে শাহবাগ এলাকার তার মাটির নিচে নামানো সম্ভব হয়েছে। কিন্তু সমস্যা দেখা দিয়েছে শাহবাগ-মতিঝিল রুটের তার নামাতে গিয়ে। এ এলাকার সব সংযোগ মাটির নিচে নিতে কমপক্ষে এক বছর সময় লাগবে বলে জানিয়েছেন স্থানীয় ইন্টারনেট ব্যবসায়ীরা। দেরির কারণ জানতে চাইলে ডিশ-ইন্টারনেট ব্যবসায়ীরা দোষ দিচ্ছেন এনটিটিএন (ন্যাশনাল টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক) ব্যবসায়ীদের।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।