আমাদের কথা খুঁজে নিন

   

আমরা এখন লাইন ধরে এভারেস্টে উঠতেই থাকবো

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে এনশাল্লাহ আমরা লাইনঘাট পেয়ে গেছি। এভারেস্ট ওঠার বাঙালি রাস্তা তৈরী হইয়া গেছে। এই পথ ধরে আমরা এখন এভারেস্টে লাইন ধরে উঠতে পারবো। প্রত্যেকে প্রত্যেকের হাত ধরে আমরা যদি ঢাকা থেকে দাড়াইতে থাকি তাহলে এভারেস্টের চুড়ার সাথে একটা মানববন্ধনও করা যাইতে পারে। প্রথম জন থাকবে প্রধানমন্ত্রীর হাত ধইরা আর শেষের জন্য থাকবে এভারেস্টের চুড়া ধইরা। মাঝখানে ষোলো কোটি বাঙালি খাড়াইয়া থাকবে। পৃথিবীর দীর্ঘতম খাড়া মানববন্ধনে আমরা খাড়াইয়া প্রতিটা বাঙালিরে এভারেস্ট চুড়ায় ওঠার স্বাদ দিতে পারবো। জয় বাংলা - এভারেস্টের চুড়ায় এখন থাইকা প্রতিদিন একটা কইরা বাঙালি উঠবে - সেই প্রত্যাশা রইলো। মুহিতকে অসংখ্য ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।