আমাদের কথা খুঁজে নিন

   

ভারতে অন্ধদের জন্য তৈরি হল মোবাইল ফোন

ভারত বিশ্বে এমন একটি দেশ যার অন্ধ মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। 'প্রেস ট্রাস্ট অব ইনডিয়া' পিটিআইয়ের খবরে প্রকাশ, অন্ধ মানুষদের আরও বেশি মানবিক সেবাদানের জন্য ভারত মোবাইল ব্যবসায়ি ইন্টেক্স কোম্পানি কিছু দিন আগে বিশেষভাবে অন্ধ মানুষের জন্য ডিজাইন করা 'ভিশন ইন্টেক্স' মোবাইল তৈরি করেছে। জানা গেছে, এ মোবাইলে নানা ক্ষমতাসম্পন্ন ডাব্লস জি এসএমসহ মোবাইলটির পুশ-বোতাম অপেক্ষাকৃত বড়। এর পিছনে সাহায্য চাওয়া সংকেতের পুশ-বোতাম এবং চারটি জরুরী নম্বর ব্যবস্থা রয়েছে। বোতাম টিপলে মোবাইলে স্বয়ংক্রিয় রিং হতে থাকবে । মোবাইলটির দাম ২৬০০ রুপি । ব্যবসায়িরা মনে করেন,অন্ধ গ্রাহকদের সমাদর পাওয়ার পর মোবাইলটির বিক্রিবিপুলপরিমাণে বৃদ্ধি পাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।