আমাদের কথা খুঁজে নিন

   

ডিজিটাল জব্বার কাগুর নতুন শিশু থ্রিলার

আপন আলোয় উজ্জল............. বেরিয়েছে বেরিয়েছে!!! আমাদের সবার প্রিয় মোস্তফা জব্বার কাগু ছোট্ট সোনামণিদের জন্য এক সম্পূর্ণ শিশু থ্রিলার বই বের করেছেন। বইটির নাম “একটি প্যাটেন্ট চুরির গপ্পো” । বইতে জব্বার বেপারী নিজেই প্রধান চরিত্র । “বিজয় কি-বোর্ড সফটওয়্যার” এর প্যাটেন্ট চুরির শ্বাসরুদ্ধকর অভিযানকে কেন্দ্র করে কাহিনী এগিয়েছে । রহস্যে ঘেরা বইটিতে পাতায় পাতায় টান টান উত্তেজনা ।

বইটি পড়লে যে কেউ চলে যাবে এক ডিজিটাল চোরের রাজ্যে । এমনকি প্যাটেন্ট চুরির খেয়ালও মাথায় চেপে বসতে পারে । ভূমিকায় স্বাগত বার্তা লিখেছেন বুয়েটের মেধাবী ছাত্র মুনিরুল আবেদিন পাপ্পানা । অতি প্রত্যাশিত এই বইটি বের করার জন্য তিনি জব্বার বেপারীকে সাধুবাদ জানান । তিনি লিখেছেন, “জব্বার ব্যাপারী ত ভালই আত্মজীবনী লিখেছেন ।

এবার আশা করি মানুষ বিজয় কি-বোর্ডের আসল ডেভেলাপারকে চিনতে পারবে” । ঝমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বইটির মোড়ক উন্মোচন হয় । অনুষ্ঠানের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনার শারীরিক উপস্থিতি হয়ত ছিল না কিন্তু তার ডিজিটাল বার্তা প্রজেক্টরে দেখানো হয় । জব্বার বেপারী আশা প্রকাশ করেন নতুন নতুন প্যাটেন্ট চুরি সম্ভব হলে “আনন্দ কম্পিউটার্স” এক সময় মাইক্রোসফট, ওরাকল, অটোডেস্ক এর মত জায়ান্ট প্রতিষ্ঠানে পরিণত হতে পারে । একই দিনে ডিটিজাল বার্তা ও জব্বার বেপারীর স্বপ্নসাধ শুনে দর্শকরা হতবিহবল হয়ে যান ।

তারপর তারা করতালিতে মেতে উঠেন । “তাদের করতালি আওয়াজে পাশের গ্রহের আগ্নেয়গিরি ফেটে গেছে”, দাবী করেছেন নাসার এক বিজ্ঞানী । অনুষ্ঠানে উপস্থিত এক অভিভাবক আবেগে আপ্লোত হয়ে জব্বার বেপারী সম্পর্কে তাঁর অনুভুতি ব্যক্ত করেন, “চোর ত নয় যেন সাক্ষাত এক বুদ্ধির কুমরা” । শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুরা উল্লাসে লাফাচ্ছিল । তাদের একটাই কথা, “লিচু চোর দিয়ে আর কত খাব ।

এবার আসল চোরের গল্প শুনতে এসেছি” । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.