আমাদের কথা খুঁজে নিন

   

এক খবরের কত্তো রূপ

'কিছু মাতাল হাওয়ার দল... শুনে ঝড়ো সময়ের গান... এখানেই শুরু হোক রোজকার রূপকথা... / কিছু বিষাদ হোক পাখি... নগরীর নোনা ধরা দেয়ালে কাঁচ পোকা সারি সারি... নির্বান নির্বান ডেকে যায়...' ;; ;; ;; দেশে এখন অনেক পত্রিকা। অনেক টিভি চ্যানেল। সব হোমড়া চোমড়া শিল্পপতির একটা করে পত্রিকা আর টিভি চ্যানেল আছে। যাই হোক। প্রতিটা মিডিয়ার মেজাজ আলাদা, নিউজের ধরণ আলাদা।

যার ফলে একই খবর বিভিন্ন মিডিয়ায় পাওয়া যায় বিভিন্নভাবে। মিডিয়া থেকে মিডিয়ায় কিভাবে খবর বদলে যায় তা নিয়েই চিন্তা ভাবনা করেছেন আলিম আল রাজি। মূল খবরঃ বৃষ্টিতে জন জীবন বিপর্যস্থ ভুল খবরঃ>>>>> দৈনিক প্রথম আলোঃ বরষা বরষা/ কম্পিত হরষা- আনিসুল হক আমি যখন শেষবার লন্ডনে গিয়েছিলেম তখন একটা কান্ড ঘটেছিলো। আমি সেখানে দারুন ব্যাস্ত সময় কাটাচ্ছি। এসময় হঠাৎ বাংলাদেশ থেকে ফোন করলেন কবি নির্মলেন্দু গুন।

তিনি বসে আছেন তার টিনের ঘরে। তখন বৃষ্টি হচ্ছিলো। ফলে আমি নির্মলেন্দু গুনের কথা শুনতে পাচ্ছিলাম না। শুনছিলাম কেবল ঝুম ঝুম ঝুম। আহা! বৃষ্টি! কি বৃষ্টি! আমার বাংলাদেশের বৃষ্টি।

আমার মন “খচাৎ” করে উঠলো। আমি লন্ডন থেকে সোজা চলে আসলাম বাংলাদেশে। এই বৃষ্টি মিস করলে চলবে? কিন্তু বাংলাদেশে এসে দেখলাম বিরাট বিপদ। আমি এয়ারপোর্ট থেকে বাসায় যেতে পারলাম না। উঠলাম সিমু নাসেরের বাসায়।

তখনই ফিল করলাম এই বৃষ্টিটা বেশী সুবিধার না। তাই আমি সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষন করছি। তারা বৃষ্টির সময় ঢাকার পানি নিষ্কাষনের একটা ব্যাবস্থা করুক। নাহলে সুশীল সমাজ বজ্রের মতো গর্জে উঠবে। ইতোমধ্যে আমার সাথে ডক্টর জাফর ইকবাল, বিচারপতি হাবিবুর রহমান প্রমুখের সাথে কথা হয়েছে।

তারাও বৃষ্টি নিয়ে অত্যধিক পরিমান চিন্তিত। দৈনিক আমাদের সময়ঃ এই বৃষ্টিতে আমি ইদ্রিছ ছাতা ব্যাবহার করছিঃ নাঈমুল ইসলাম খান অনেক আগের কথা। একদিন আমার বাবা আমাকে ডেকে নিলেন। আমার হাতে একটা ছাতা ধরিয়ে দিয়ে বললেন, “বাবা নাইমুল। এই ছাতাটা বৃষ্টির সময় ব্যাবহার করবি”।

আমি ছাতা হাতে নিলাম। ওমা এটা দেখি লেডিস ছাতা। আমি বাবাকে বললাম “আব্বা, তুমি আমাকে লেডিস ছাতা দিলা কেনো?” বাবা হেসে বললেন- “যারে যেটা মানায়” তারপর কয়েক বছর কেটে গেলো। হঠাৎ একদিন অফিসে যাওয়ার সময় বৃষ্টি শুরু হলো। অফিসে বিজ্ঞাপনওয়ালারা বসে আছে।

আমি না গেলে বিজ্ঞাপন মিস হয়ে যাবে। কি করি! এমন সময় আমার স্ত্রী একটা ছাতা এগিয়ে দিলেন। আমি অবাক হয়ে দেখলাম এটা একটা লেডিস ছাতা। আমি বললাম - “ওগো। তুমি আমাকে লেডিস ছাতা দিলা কেনো” বউ হেসে বললো- “যারে যেটা মানায়”।

প্রিয় পাঠক। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমার ছাতা সমস্যা কেটে গেছে। কারন আমি এখন ইদ্রিস ছাতা ব্যাবহার করি। দারুন জিনিষ। শক্ত মক্ত।

আপনারা ব্যাবহার করে দেখতে পারেন। দৈনিক কালের কন্ঠঃ ঐ সম্পাদক বৃষ্টিতে ভিজেন নি কাল হঠাৎ আকাশ ভেঙ্গে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি তো বৃষ্টি। মহা বৃষ্টি। এই বৃষ্টির সময় আনন্দে সারাদেশের মানুষ ছাদে রাস্তায় উঠানে বৃষ্টিতে ভিজেছে।

উল্লেখ করা যেতে পারে বৃষ্টি চলাকালীন সময়ে বসুন্ধরা সিটির ছাদে দেশের বিশিষ্ট শিল্পপতি শাহ আলম দলবল নিয়ে এক নৃত্ব পার্টির আয়োজন করেন। কিন্তু জনমনে প্রশ্ন দেখা দিয়েছে অন্য কারনে। এই বৃষ্টির সময় প্রথম আলোর সম্পাদক কি করছিলেন? আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এসময় প্রথম আলোর সম্পাদক জঙ্গিদের সাথে বৈঠক করছিলেন। তার মাথায় তখন বোমা মেরে দেশের বারোটা বাজানোর প্ল্যান ঘুর ঘুর করছিলো।

দৈনিক সমকালঃ দোস্তের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ মানি না মানবো নাঃ গোলাম সারোয়ার। মতিউর রহমান। প্রথম আলোর সম্পাদক। আমার জিগার দোস্ত। বসুন্ধরা গ্রুপের কালো টাকার ছত্রছায়ায় বেড়ে উঠা কালের কন্ঠ দাবী করেছে গতকাল বৃষ্টি চলাকালীন সময়ে মতিউর রহমান জঙ্গিদের সাথে নিয়ে বোমা হামলার প্ল্যান করেছিলেন।

কিন্তু আমি কিরা করে বলছি ঐ সময় মতিউর রহমান আর আমি একসাথে বসে চা খাচ্ছিলাম। এ টি এন বাংলাঃ বৃষ্টি উপলক্ষে একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে আসছেন ইভা রহমান। "বৃষ্টির রোদ" নামক এক একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে আসছেন এটিএন এর চ্যায়ারম্যান মাহফুজুর রহমানের স্ত্রী ইভা রহমান। অনুষ্ঠানটি আজ রাত ১০ টায় এ টি এন বাংলা ও এ টি নিউজ একযোগে প্রচার করবে। এ সময় এ টি এন লুঙ্গি পরে তার পাশে থাকবেন ডক্টর মাহফুজুর রহমান।

দৈনিক যুগান্তরঃ বৃষ্টির গান নিয়ে সালমা ইসলামের একক এলবাম অনুরুপ আইচ ভালো শিল্পি মানেই এরকম। প্রকৃতির সাথে নিজের একাত্মতা ঘোষনা করা। হ্যা প্রিয় পাঠক। প্রকৃতির সাথে একাত্মতা ঘোষনা করেছেন বহু গুনে গুনান্বিতা যুগান্তর সম্পাদিকা, সাংসদ, শিল্পপতি নুরুল ইসলাম বাবুলের স্ত্রী, বিশিষ্ট আইনজীবি সালমা ইসলাম। কাল লেজার ভিশনের ব্যানারে প্রকাশ হতে যাচ্ছে তার একক এলবাম “বৃষ্টি।

কি যে মিস্টি” সালমা ইসলাম বলেন, তিনি শত ব্যাস্ততার মাঝেও ভক্ত শ্রোতাদের কথা বিবেচনা করে একটি এলবাম বের করেছেন। তিনি এ জন্য তার স্বামীর প্রতি কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য এলবামটি দৈনিক যুগান্তরের ঈদ সংখ্যার সাথে মাগনা পাওয়া যাবে। বাংলানিউজ২৪ ডট কমঃ বৃষ্টি নিয়ে খোলা হলো ফেসবুক গ্রুপ ইতিহাস সৃষ্টি করলো বাংলাদেশ। বাংলানিউজ ২৪ এর সাংবাদিক খন্দকার মারসুস ও এর সম্পাদক মিলে বৃষ্টি বিষয়ক একটি ফেসবুক গ্রুপ খুলে ফেলেছেন।

এ ব্যাপারে বাংলানিউজের সম্পাদক বলেন “আমরা দীর্ঘ ৮ মাস বৃষ্টিতে ভিজে, কাদা মাড়িয়ে মাথার ঘাম পেয়ে ফেলে এই ফেসবুক গ্রুপ তৈরী করতে পেরেছি”। মারসুস ভাইয়া জানান “আগামী কাল এই বৃষ্টি বিষয়ক গ্রুপের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এদিকে গ্রুপ খুলতে সক্ষম হওয়ায় এক বার্তায় মারসুস সহ বাংলানিউজের সাথে জড়িত সবাইকে অভিন্দন জানিয়েছেন বারাক ওবামা। চ্যানেল আইঃ চ্যানেল আই প্রাঙ্গনে আগামীকাল বৃষ্টির মধ্যে এক মেলার আয়োজন করা হয়েছে। দিনব্যাপি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

হৃদয়ে বাংলাদেশ। অনুষ্ঠানে শাইখ সিরাজ, ফরিদুর রেজা সাগর সহ কোটি কোটি মানুষ উপস্থিত থাকবেন। একুশে টেলিভিশনঃ একুশের সন্ধ্যার খবরে আমি সাথে আছি ফারিয়া রহমান। আজ সারাদেশে রেকর্ড পরিমান বৃষ্টি হয়েছে। ফুউউউউউউউউউউউউউউউউউউউউ(নিশ্বাসের শব্দ)।

আমাদের রিপোর্টার এখন বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন। আমরা চলে যাচ্ছি সরাসরি তার কাছে। হ্যালো আমাকে শুনতে পাচ্ছেন? ফুউউউউউউউউউউউউউউউউউউউউউ (আবার নিশ্বাসের শব্দ)……… ঘুরে আসতে পারেনঃ এক পোস্টের কত্তো রূপ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।