আমাদের কথা খুঁজে নিন

   

ফিফা-কোকাকোলা র‌্যাঙ্কিংযে় ৩ ধাপ এগিযে়ছে বাংলাদেশ

আমরা হেরে যাইনি। এশিয়া কাপ না জিতলেও তোমরা আমাদের হৃদয় জয় করেছ। আমরা গর্বিত ফিফা-কোকাকোলা ওযা়র্ল্ড র‌্যাঙ্কিংযে় ৩ ধাপ এগিযে়ছে বাংলাদেশ। সর্বশেষ মে মাসের কোকাকোলা র‌্যাঙ্কিংযে় বাংলাদেশের অবস্থান ১৬৩। এর আগে গত মাসে কোকাকোলা র‌্যাঙ্কিংযে় বাংলাদেশের অবস্থান ছিল ১৬৬।

আর এশিযা়র দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৩১। উভয় তালিকায় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শীর্ষে রযে়ছে ভারত। তাদের ফিফা-কোকাকোলা র‌্যাঙ্কিংযে় অবস্থান ১৪৫ আর এশিযা়র মধ্যে ২৫। সার্কভুক্ত ৮টি দেশের মধ্যে বাংলাদেশ আছে ভারত, নেপাল ও মালদ্বীপের পরেই ৪ নম্বরে। আর ভুটান এ তালিকায় সবার নিচে অবস্থান করছে।

বুধবার ফিফা বিশ্ব ফুটবলের র‌্যাঙ্কিং ঘোষণা করে। এতে এখনো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন শীর্ষস্থান ধরে রেখেছে। দ্বিতীয় স্থানে আছে নেদারল্যান্ডস। আর ১ ধাপ এগিযে় ব্রাজিল উঠে এসেছে ৩ নম্বরে। জার্মানি ও আর্জেন্টিনা রযে়ছে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে।

(শীর্ষ নিউজ ডটকম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।