আমাদের কথা খুঁজে নিন

   

১ মিনিটে NOD32 Smart Security এর ব্যক্তিগত ইউজারনেম বানান

তুমি বল! তোমার প্রতিপালক প্রভুর পক্ষ থেকে পূর্ণ সত্য সমাগত, অতএব কেউ চাইলে ঈমান আনতে পারে আবার কেউ চাইলে অস্বীকারও করতে পারে। (সূরা আল্-কাহাফ: ৩০) কথা বাড়াবো না। শুধু নিচের স্টেপগুলো ফলো করলেই ইসেট স্মার্ট সিকিউরিটি এর ট্রায়াল লাইসেন্স বানাতে পারবেন। যেটার মেয়াদ হবে ১ মাস। খুব সহজ, ঘাবড়াবেন না... ১. মেইলইনেটর এ যান।

বি:দ্র: বর্তমানে মেইলইনেটর কে ইসেট ব্যান করে দিয়েছে। তাই 33mail.com ব্যবহার করে ডিসপসেবল/ওয়ানটাইম ইমেইল এড্রেস বানান(তাদের প্রসিডিউর অনুযায়ী) এবং বাকি সব প্রসিডিউর আগের মতই। সম্পূর্ন টিউটোরিয়াল এর জন্য এই সাইট এ ভিিজট করুন: bit.ly/SEset ২. আরেকটি ট্যাব এ নিচের যেকোন একটি লিংক এ যান: http://www.eset.eu/trial-f/?dis=2FC551F2 http://www.eset.eu/trial-f/?dis=D60CF6F7 Email.: লেখা একটি বক্স আসবে। ৩. মেইলইনেটর এ ফিরে আসুন। Check your inbox! এর নিচের বক্স এ যেকোন একটি Random ID লিখুন।

যেমন: abcd1234 ৪. একটি ইনবক্স ওপেন হবে। যেখানে এরকম একটি লেখা দেখতে পাবেন: Alternate Address for this Inbox: এক্ষেত্রে এটা হচ্ছে আপনার ডিসপজেবল ইমেইল এড্রেস। এড্রেসটি কপি করে অন্য ট্যাব এ ফিরে যান এবং Email.: নামের বক্স এ পেস্ট করে Submit করুন। ১ মিনিট অপেক্ষা করুন। এবার মেইলইনেটরের ইনবক্সটি রিফরেশ(রিলোড) করুন।

দেখবেন ইসেট থেকে একটি মেইল এসেছে। তাতে আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দেওয়া থাকবে। বি:দ্র: ১ টি ডিসপজেবল এড্রেস ১বারই ব্যবহার করা যাবে। তাই প্রত্যেকবার ইউজারনেম বানানো সময় রেনডম আইডি ভিন্ন ভিন্ন দিতে হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।