আমাদের কথা খুঁজে নিন

   

অন্য রকম ভাললাগা।

নিজের মাঝেই আমি নিজে যেন হারিয়ে যাই বারবার। অসুস্থ শরীর নিয়ে ঘুম হতে উঠি মানে ঘুম হতে উঠেই বুঝতে পারি আমার জ্বর। কিন্তু কিছু করার নেই, অফিসে আসতে হবে। প্রচন্ড জ্যাম থাকার কারনে অফিসে ৯.৩০ এ ঢুকতে পারি। প্রচন্ড কাজের চাপ থাকার কারণে নাস্তা করতে যেতে একটু দেরি হয়।

অফিসের নিচে কিছু ছোট দোকান আছে, সেখানে নাস্তা করতে যাই। এখন বলি ভাল লাগার কারণটা। নাস্তা করা প্রায় শেষ, এমন সময় শুনতে পাই, একটা ছোট ছেলে বয়স আনুমানিক ৭-৮ হবে, পাশের একটি দোকানে বলছে, আমাকে একটু ভাজি দিবেন। সে কয়েকবার এই কথাটা বলছে কিন্ত তাকে ভাজি দিচ্ছে না। তার হাতে একটি রুটি।

আমি তাকে ডাক দিলাম। সে আমার কাছে আসলো। তাকে জিজ্ঞাসা করলাম কি হইছে, কি বলতেছ। তখন সে বলল যে একটু ভাজি চাইছিলাম। অতপর আমি যে দোকান হতে নাস্তা করছিলাম সেখান হতেই তাকে নাস্তা করার ব্যবস্থা করে দিলাম, তখন দেখি পাশে আরেকটি ছেলে দাড়িয়ে আছে, তাকেও নাস্তা করতে দিলাম।

তাদের তৃপ্তি সহকারে নাস্তা করা দেখলাম। জিজ্ঞাসা করলাম পেট ভরছে নাকি আরও লাগবে। তারা বলল যে পেট ভরেছে। যাবার সময় তারা দুজন বলে গেল তারা দুজন বলে গেল ভাই ভাল থাকবেন। তাদের এই কথাটা আমার কাছে খুব ভাল লেগেছে।

প্রথম প্রকাশঃ আমার দিনকাল ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।