আমাদের কথা খুঁজে নিন

   

রেশমা উদ্ধার : বিধাতার প্রসংসা করলে আপনাদরে চোখে কি সাম্প্রদায়িক হয়ে যাব?

মহেফাজতকে রুখতে শুক্রবার বিকাল থেকে গণজাগরণ মঞ্চের অবেরাধ ৪০৮ ঘন্টা পর সাভারের রানা প্লাজার ধংসস্তূপের মসজেদের মধ্য দিয়ে রেশমা নামের এক গার্মেন্স কর্মীকে উদ্ধার করা হয়। এটা বধিাতার অপার দয়া ছাড়া আর কছিু না। এটা আমার বিশ্বাস। এই বিশ্বাসের সঙ্গে অনেকের মত না মিলতেও পারে। তারা এখন এ ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন তুলছ।

একই সঙ্গে তারা আল্লার এ অলৈকিকতা শিকার করতে নারাজ। এবং যারা আল্লাহর প্রসংসা করছে তাদেরকে সাপ্ম্রদায়িক বলে আখ্যা দেচ্ছে। তাদেরকে বলবো@ নেজের বিশ্বাস নিয়ে একটু ভাবুন। বিপদে পরলে তো আপনার অজান্তেই আল্লাহ বলে চিৎকার মারেন। ফেসবুক আর ব্লগে আল্লাহকে অস্বিকার করে তথাকথিত অসাম্প্রদায়িক হতে চাইর্ই জন্মকে অস্বকার করা যায় না।

মরার পর কিন্তু রাজিবরেও জানাজা হয়েছিল। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।