আমাদের কথা খুঁজে নিন

   

কৃষ্ণচুড়ার ছায়া

সামুদ্রিক বিভ্রম আমরা নক্ষত্র ভালোবাসি। নৈঃশব্দ্য ভালোবাসি আমরা কবিতা ভর্তি কল্পণা ভালোবাসি আমরা আদালত বারান্দার কৃষ্ণচুড়ার ছায়া। আমরা রোদে পুড়ে পুড়ে জ্বলে জ্বলে যাই ঝরে যাই লালাগ্নিজল- বাসনা-উষ্ণ শুষ্ক দিনে বাষ্পের মতো ভালোবাসি ফুসে উঠতে; আকাশে যেতে যেতে আমরা ভালোবাসি হৃদয় গভীরে প্রিয়তম নামের উচ্চারন আমরা চোখে ধরে রাখি নির্জন রোদ উড়ে যাওয়া ঘুড়ি- আমরা ভালোবাসি নক্ষত্র, ভালোবাসি নৈঃশব্দ্য- আমরা ঝরে পড়ি, ঝরে ঝরে পড়ি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।