আমাদের কথা খুঁজে নিন

   

ইভ টিজিং...হেল্প করুন প্লীজ ।

আমার ছোট বোন, সবে মাত্র এসএসসি পরীক্ষা পাশ করলো । কিছুদিন আগ থেকে একটা বখাটে ছেলে মোবাইল ফোনে ওকে বিরক্ত করছে; অযথা ফোন করে, মিস্ কল দেয়, ম্যাসেজ পাঠায় । প্রথমে ভয়ে কাঊকে কিছু বলে নাই, সমপ্রতি পরিবারের সবাই ব্যাপারটা বুঝতে পারে । এই ছেলেকে সে চিনে না, বোন আমার সুধু কান্না করে । ছেলেটার ফোন নাম্বার: ০১৮২১-৫৩৯০২১ ফোন করে বুঝাইছি, ধম্কাইছি, শুনে না । নিকটস্থ থানায় জানাইতে ভয় হয়, যদি কোন ক্ষতি করে। অসপাশের কোন বখাটে ছেলে হতে পারে। এই অবস্থায় কি করা যায়, আপনারাই বলেন ? আমার ছোট বোনটার পুরা ভবিষ্যত সামনে পড়ে আছে, আপনারা তারে একটু বুঝান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।