আমাদের কথা খুঁজে নিন

   

আর চিন্তা নাই, অহি নাজিল হয়ে গেছে

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি। আমাদের দেশে বাঙালীরা কিছু করলে তার মূল্য পাওয়া যায় না। আপনি আমি কিছু করলেও তার জন্য একটা বিদেশি সার্টিফিকেট লাগে। সম্প্রতি গ্রামীন ব্যাংক নিয়ে সমস্যা তৈরি হবার পরে বিদেশীদের সার্টিফিকেট নেওয়ার জন্য ইউনুস সাহেব আমেরিকায় দৌড় মারলেন। সেখান থেকে 'অহি' জাতীয় উপদেশ আসলো।

বলা হল ইউনুস বিহনে গ্রামীন ব্যাংক অচল। সেই কথা শিরোধার্য করে মার্কিন দূতাবাস থেকে সকলেই ইউনুস বিহীন গ্রামীন ব্যাংক নিয়ে অস্থির হয়ে গেল। তবে সময় তো আর কারুর জন্য থেমে থাকে না। আর বাতাস সময়ের সাথে সাথে ঘুরে যায়। এখন বাতাস সময়ের সাথে সাথে ঘুরে গেছে।

নতুন অহি চলে এসেছে। মার্কিন রাষ্ট্রদূত বলেছেন ইউনুস ছাড়াও গ্রামীন ব্যাংক চালু থাকবে। শূধু ভালু থাকবে বললে একটা কথা ছিল। ততিনি বলেছেন, অগ্রযাত্রা চালু থাকবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।