আমাদের কথা খুঁজে নিন

   

কেমন করে কাছে ডাকি

জীবনের কণ্টকিত পিচ্ছিল পথে যেখানে থমকে আছি অনন্তকাল ধরে, যেখানে শরীরের প্রতিটি রক্তকণাতে ব্যর্থতার গ্লানি, আর্তনাদ করে বেড়ায় বিস্তীর্ণ শিরার বেড়াজালে, যেখানে হৃত্‍ পিণ্ডের প্রতিটি কম্পন চিত্‍কার করে স্মরণ করিয়ে দেয় অসফলতার ইতিহাস, সেখানে তোমায় কেমন করে কাছে ডাকি? চলার প্রতি পদক্ষেপে যেখানে অসংখ্য পাপের ছড়াছড়ি, অতিশয় ক্রোধ যেখানে ডঙ্কা বাজায় জীবনের প্রতিশ্রুত সীমানায়, প্রতিটি নিঃশ্বাস যেখানে টেনে নিচ্ছে অপরিমেয় বিষ অমৃত ভেবে, সেখানে কেমন করে তোমায় কাছে ডাকি? প্রতিটি সন্ধ্যার নিষিক্ত অন্ধকারে যেখানে আকঁড়ে ধরে অসংখ্য যন্ত্রণা, ছিঁড়ে ফেলতে চায় ধৈর্যের বাঁধন, গাঢ় আকাশের অব্যক্ত আকুতি বিদীর্ণ করে দিয়ে যায় আশার ফানুস, সেখানে কেমন করে তোমায় কাছে ডাকি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.