আমাদের কথা খুঁজে নিন

   

ফেলানীর পরিবার দোকানের জায়গা পেল

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফ’র হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার ফেলানীর পরিবারকে একটি বাড়ি দেয়া হয়েছে। বুধবার দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে জেলা প্রশাসক হাবিবুর রহমান ও কুড়িগ্রামস্থ বিজিবি ২৭ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার ফেলানীর বাবা-মাকে একটি জমি কিনে দেন। প্রদেয় জমিতে 'ফেলানী স্টোর' নামে প্রায় ৬০ হাজার টাকা ব্যয়ে দোকানঘর নির্মাণ করেন। উল্লেখ্য, ৭ জানুয়ারি ভারতের আসাম থেকে বাবার সঙ্গে বাড়ি ফেরার পথে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় বিএসএফ তাকে গুলি করে হত্যা করে। দুই দিন পর তার লাশ ফেরত দেয় বিএসএফ।

জেলা প্রশাসন ও বিজিবি কর্তৃপক্ষ যৌথভাবে নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ বাজারে একটি বাড়ি তৈরি করেছেন। এ বাড়ি তৈরির জায়গা দিয়েছে জেলা প্রশাসন এবং বাড়ির জায়গাতে একটি আধাপাকা ঘর তৈরি করে দিয়েছে বিজিবি ২৭ ব্যাটালিয়ন। ফেলানীর নিজ বাড়ি থেকে এ বাড়িটির দূরত্ব মাত্র আড়াই কিলোমিটার। এ বিষয়ে জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ফেলানীর পরিবারের জন্য কিছু একটা করার ইচ্ছা থেকে এই বাড়িটি তৈরি করা হয়েছে। আমি আশা করছি- বাড়িটি তাদের উপকারে লাগবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।