আমাদের কথা খুঁজে নিন

   

PLEASE HELP, BIOS এর SECURITY অপশনে SUPERVISOR PASSWARD কিভাবে ডিলিট করবো কম্পিউটার চালু করা ছাড়া

যতোই জেনেছি ততোই বুঝেছি জানবার আছে বাকি। যতোই বুঝাতে চেয়েছি, অবুঝ তুমি, বুঝিনি ব্যাপারটা কি !! আমার এক ছোট ভাইয়ের PC তে CD ROM নস্ট থাকায় আমি তার হার্ডডিক্স খুলে আমার PC লাগিয়ে উইন্ডোস দেওয়ার পরে তার PC-তে ফের লাগিয়ে দেখি কি একটা SCREEN কালো হয়ে ERROR লেখা আসছে। PC START হয়না আর BIOS এ ঢুকতে গেলে PASSWARD চায় । পরে ছোত ভাইকে ফোন দিলে বলে যে সে কোন PASSWARD দেয় নাই । (ওর যখন এই পাসওয়ার্ড চাইতো তখন শুধু ENTER দিয়ে কাজ চালাতো) কিন্তু এখন উইন্ডোস দেওয়ার পর শুধু কালো SCREEN এ ERROR লেখা আসে।

স্টার্ট হয়না। পরে BIOS এ যাওয়ার জন্য F2 চেপে BIOS গেলে ( PASSWARD না দইয়ে শুধু ENTEER ) দেখলাম কোন USER PASSWARD নাই কিন্তু BIOS SECURITY SUPERVISOR PASSWARD দেওয়া। এখন এই PASSWARD আমি কিভাবে দিব আমিতো PASSWARD জানিনা । আর ওখানে কোনও সেটিং চেন্জ করাও যাচ্ছে না। ভাই কোন সহজ সমাধান থাকলে Plz দেন।

**ব্যাটারিও খুলছিলাম লাভ হয় নাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।