আমাদের কথা খুঁজে নিন

   

কে এই ভাদা- ০৩৬৭৮০০২৪৬৩৮১?

গত পরশু রাত দেড়টার সময় আমার মায়ের নম্বরে এই নাম্বারটা থেকে একটা কল এসেছিল- ০০৯৭৪৭৭৮০২৩১০। মা মনে করেছেন মামা ফোন করেছে অস্ট্রেলিয়া থেকে। কলটা রিসিভ করার পর কে জানতে চাইলে বলে, বন্ধু হতে চাই। আরো কিছুক্ষণ কথা বলে, পরিচিত কেউ না বোঝার পর বিরক্ত হয়ে গিয়ে কিছু গালি দিলেন। তো আমার মা বদমাইশ, শুয়ার, কুত্তা, তোগো গরে মা-ভইন নাই(আমার মা শুদ্ধ বাংলা ভাল জানেন না) বলার পরে, সে বলে মিষ্টি করে আরো কিছু গালি দেন।

এবার মা লোকটা লুচ্চা টের পেয়ে ফোন রেখে দিলেন। গতকাল দুপুর থেকে এই নাম্বার- ০৩৬৭৮০০২৪৬৩৮১ থেকে কল আসা শুরু করল। আমার মা সেই ব্যাক্তি মনে করে নাম্বারটা মার্ক করে রেখে দিলেন। আজ আবার রাত আড়াইটার সময় কল আসলো, তখন আমি ধরলাম। প্রথমে কথা বলেনি, কিছুক্ষণ পর বলে- এই নাম্বারে একজন মহিলা আছেন যে উনি কে? আমি বললাম- উনি আমার মা, আপনার সেটা জানার কি দরকার? লোকটা- উনি গতকাল আমাকে গাল দিয়েছেন, ওনার ব্যবহার খারাপ।

এই কথা শোনার পর চান্দি এমন গরম হয়ে গিয়েছিল, বাবা-মা সামনে না থাকলে চট্টগ্রামের ভাষায় খারাপ যে কয়টা শব্দ জানি, শুনিয়ে দিতাম। তবুও কাঁপা স্বরে(রেগে গেলে, কিছু করতে না পারলে আমার এমনটা হয়) বললাম- আমার মায়ের চারিত্রিক সনদ আপনার কাছ থেকে আমার নেয়ার প্রয়োজন নেই, ওনাকে আমি ২৩বছর ধরে চিনি। লোকটা- আপনারা কোথায় থাকেন? আমি- ভাই, আপনি কি আমাদের বাড়ি কিনবেন? আমদের কোন বাড়িঘর নাই, আমরা আরেকজনের বাড়িতে ভাড়া থাকি। লো- না মানে কোন জিলা? একটা জিলা তো থাকে, না? আপনারা যে কতবড় মূর্খ, তা জানাতে ফোন করেছি আপনাকে। আমাদের দেশের বাড়ি ভারতে, সেখানে.....(কিছু একটা বলতে যাচ্ছিল) আ- তাই? আপনাকে অনেক ধন্যবাদ।

আমরা যে মূর্খ, সেটাও আপনার কাছ থেকে জানলাম। এটাও জানলাম যে আপনি একটা ভাদা, মানে ভারতীয় দাদা কিন্তু দেখতে পাচ্ছি গাধা। লো- আপনাদের সরকার ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়াবে, আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আছে, সেখানে......। আ- ভাই আমি এটাও জানি না যে, আমার দেশে মেয়েদের ডিগ্রী পর্যন্ত ফ্রী, আমাদের শহরে সরকারী কমার্স কলেজ, পোলোগ্রাউন্ড স্কুল, আরো বিভিন্ন জায়গায় ওপেন ইউনিভার্সিটির ক্লাস হয়। আমি মূর্খ ওয়েবসাইট ব্যবহার করে জেনে নিতে পারবো।

লো- আমার কাছথেকে ফ্রীতে জেনে নেন.............। আ- আপনি যখন এতই জানেন তখন কেন এত কিছু জিগ্গেস করছেন? এসব ভাদাদেরকে আমি দুইচোখে দেখতে পারিনা। আর আপনার কাছ থেকে আমি শিখার আগ্রহবোধ করছি না, আমার টাকা দিয়ে পড়ার সামর্থ্য আছে। আমি যার কাছে পড়ি, সে আই বি এ থেকে এম বি এ পাশ করা। লো- মাসে আপনার ইনকাম কত? আপনাদেরকে যদি সেভেন্টি-ওয়ানে আমাদের কমিউনিস্ট সরকার আশ্রয় না দিতো, আজকে আপনারা স্বাধীন হতে পারতেন না, আমরা চাল, ডাল, পেঁয়াজ না দিলে না খেয়ে মরবেন।

আ- এইতো আপনি খুব বেশি জানেন, আমার ইনকামও তো আপনার জানর কথা। আমি মূর্খ মুক্তবাজার অর্থনীতি একটুও বুঝিনা। ডান্ডিস্তান(ওরা ধর্মনিরপেক্ষ হয়ে হিন্দুস্তান বলায় আমি বিকৃত করে বলি প্রায়ই) না দিলে চায়না, ভিয়েতনাম আছে। আপনারা বরং আমাদের আমাদেরকে লুটপাট করার জন্য স্বাধীন করার বন্ধু সেজে এসেছিলেন, যুদ্ধের পর আমদের অনেক কারখানার যন্ত্রপাতি তোরা নিয়ে গিয়েছিলি, তোদের ইন্দিরা গান্ধী নিজেই যুদ্ধের পর সমাবেশে বলেছিল- মুসলমানের মাজা ভেংগে দিয়েছি। আরে ব্যাটা আমাদের উপকার করা তোদের উদ্দেশ্য ছিল না।

বাংলাদেশ বানিয়ে, পাকিস্তান না ভাংগলে তোরা আজকে চায়না না, পাকিস্তানেরও নিচে থাকতি। লো- তুমিতো দেখি একটা রাজাকার........। আ- তোর মত কুত্তার বাচ্চার লগে কথাই বলতে ঘেন্না হচ্ছে, যা শুয়োরের বাচ্চা বলে কলটা কেটে দিলাম। লোকটার সাথে কথা বলে বুঝতে পারলাম যে, তারা আমাদেরকে কিভাবে দেখে, আর আমাদের দেশেই কোন কাজে আছে। খালি শেয়ার করলাম।

আর নাম্বারগুলো থেকে যদি লোকটা সম্পর্কে কিছু জেনে থাকেন তো দয়া করে জানাবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।