আমাদের কথা খুঁজে নিন

   

খুব প্রিয় কিছু গানের লিরিক্স ♫♪♫♪♫....

তোমাকে আর্টসেল তোমাকে আলো ভেবে চোখ চেয়ে থেকেছি আধাঁরে নীরব থেকে দেখেছি আমার একা নির্জনে! তোমাকে যখন চেয়েছি সত্তার অন্তরালে সংগপনে তখনই আলো হয়ে তুমি আমার আধাঁরে আর যখন এ ভেবেছি বদ্ধ সীমা চারপাশে তোমাকে ঘিরে তখনই ফেলেছি হারিয়ে তোমাকে আপন আধারে যেখানে স্বর্গ ভাসে তোমার আমার আকাশ সেখানে অন্য রঙ্গে আকাঁ আয়নায় মৃত জলছবি সেই ছবিতে অন্ধ কবি আমি (এক) হাতরে ফিরি আলোর সিড়ি!! তোমাকে অবশ অনুভূতির দেয়াল আর্টসেল তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায় তবু তোমার টুকরো ছায়ায় ডুবে আছে কত মিথ্যে আগুন অন্ধকারময় কত স্মৃতি কত সময় তোমার জন্য পৃথিবীতে আজকে ছুটির রোদ নিজের মাঝে তোমায় খোঁজা আকাশ নীলে তাকিয়ে থাকা তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায় মেঘাচ্ছন্ন ব্যস্ত ঢাকায় মানুষগুলো শূন্য চোখে দুঃখ দ্বিধায় আকাশ পানে তাকায় তোমার জন্য পৃথিবীতে থেমে যায় সময় আমার দেহে রাত্রি নামায় মিথ্যে আগুন অন্ধকারময় ভীড়ের মাঝে আবার ভীড়ে আমার শরীর মিশে কোলাহলে দুঃখ ভুলে মিশে যাই মুখোশ স্রোতে অনেক দুরের একলা পথে ক্লান্ত আমি ফিরি তোমার কাছে মুখোশ খুলে বসে রই জানলা ধরে আমার গানের শব্দ সুরের অন্তরালে তোমায় আঁকি কান্না চেপে মহাকালের ক্লান্ত পথে তোমার জন্য বৃষ্টি ঝরে আমার লেখায় আলোর মতন মিথ্যে ছায়ায় পাথর হয়ে ঘুরে মরে আমার হৃদয় কত স্মৃতি কত মিথ্যে ভয় তোমার জন্য গলার ভেতর আটকে থাকে ক্রোধ আমার চোখে স্মৃতির ঘোলা জল নির্জনতায় তোমার কোলাহল তোমার না থাকা অস্তিত্ব রয়ে গেছে আমার নিঃশ্বাসে ফেলে আসা এই পথে দুজনেই একসাথে আমার অবশ অনুভূতির দেয়াল জুড়ে কত সময় হেটে এসে আমরা দু’জন হারিয়েছি পথ কোথায় কখন আমার দেহে খুঁজে ফিরি তোমার অনুভূতি তোমার চোখের দুরের আকাশ মিশে থাকে রূপক হয়ে তোমার জন্য বিষন্ন এক নিথর হৃদয় আমার ভেতর দাঁড়ায় সরব একা তোমার পৃথিবী স্বর্গের মতন চির অদেখা তোমার জন্য পথ হারিয়ে অজানায় তবু তোমার লেখায় কথায় ফেরে ক্লান্ত আমার অলস সময় কত স্মৃতি অন্ধকারময় অবশ অনুভূতির দেয়াল অভিমান ব্ল্যাক স্বগত লগ্নে জমাট স্তব্ধতা ঘুম পেলে ক্ষতি কি তোমার চোখে গভীর বিশ্বাস হারালে ক্ষতি কি কেবলই অভিমানের রাত তবে কেন প্রতীক্ষা ক্ষয়া চোখে ভুলের বিন্নাস নিভু স্বপ্ন বাতিটা আমাকে তুমি জাগিয়ে একা কেন ঘুমালে আমাকে এড়িয়ে তোমার আকাশে কবে ফুল ঝরেছে বলো তোমার চারুগৃহ কেন যে খুলে যায় দেয়ালে মাথা কোটে ধূসর আঁধার দু’চোখ অন্ধের উপড়ে ফেলো তুমি মাতাল ভাড় হোক সঙ্গী তার আমাকে তুমি জাগিয়ে একা কেন ঘুমালে আমাকে এড়িয়ে তোমার আকাশে কবে ফুল ঝরেছে বলো অভিমান প্রথম সকাল তাহসান আজ ভোরের আলো চোখ মেলে দেখি, তুমি ঘুমিয়ে এলো চুলে, এ কোন কল্পনা নয়, আজ প্রথম সকাল। আজ থেকে প্রতিদিন তুমি আমার ছায়ায় বন্দি, বিনিময়ে দেবো তোমায় অজস্র গোলাপ, জড়িয়ে ধরে মাতাল করবো প্রতিটা রাত, একই চাদরে জড়িয়ে থাকবো ঘাসের উপর। তোমার প্রতিটি কান্না হবে আমার জন্য, আর তা মুছে দেবো আমারই হাতে । তোমার প্রতিটা সুখের গল্প আমি, আজ থেকে আবার চিরকাল তুমি । তোমায় নিয়ে কল্পনা শেষ আজ হলো, এ যেন অধিকার না এ প্রেম, সেই প্রেমে গড়বো নতুন মানুষ।

ভিজবো তোমায় নিয়ে ঐ চাঁদের কোনে, সারা রাত জেগে হাত বোলাবো ঐ কপালে, আমার স্পর্শে তোমার শিহরণ, একি শুধু অধিকার না আমার প্রেম। বিনিময়ে ভালোবাসা না পেলে , কখনো চলে যাবো না। আমার সবকিছু তোমার জন্য, আজ থেকে আমি তোমার, আজ আমার পূর্নতা আজ , এই প্রথম সকালে। প্রথম সকাল এই বিদায়ে আর্টসেল তোমার অনেক ফেলে আসা ধূসর ধুলো জমা সময়ে নীরব চেয়ে থাকা চোখের আলো ঘিরে থাকবে যেন তোমাকে যা কিছু ছিল থেমে থাকা আবার থামবে এই বিদায়ে আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে । নিয়ত স্মরনের বেড়া জালে অধীর অপেক্ষার শেষে প্রয়াত আগামীর স্মৃতি জুড়ে বিদায় আসবে অবশেষে তোমারি শব্দ শুনে নির্জনে ধূসর ধুল জমা সময়ে নিহত স্বপ্নুগুলো সহসা আলো জ্বেলে হারিয়ে যাও যতদুরে আসবে তবু ফিরে আমার অজানায়- অবিরত মলিন ক্ষত মুছে ফেলে চিরতরে তোমার অসাড় থেমে থাকার, প্রয়াত আগমনে।

[link|http://doridro.net/download/Band/[Alt.Metal Mixed Albums]/Live Now [Alt. Mixed Band]/01.LiveNow-Ei_Bidaye-Artcell.mp3.html|এই বিদায়ে ক্যাফেটেরিয়া শিরোনামহীন পড়ন্ত বিকেল ক্যাফেটেরিয়া উঁকি দিয়ে দেখি, এক কাপ চা, গরম তৃষ্ণায় অজস্র এলোমেলো শব্দের ভীড়ে তোমার শীতল চোখ ভিজিয়ে যায় আমায়। যেখানে তোমার ঠোঁট ভালবাসা আমি বুড়ো কবিতার মত চুপচাপ। যেখানে তোমার চোখ খুনী আমি খুন হই...... প্রতিদিন। ক্যাফেটেরিয়া ভালবাসা মেঘ শিরোনামহীন মেঘ ঝড়ে ঝড়ে বৃষ্টি নামে, বৃষ্টির নাম জল হয়ে যায় জল উড়ে উড়ে আকাশের গায়ে ভালবাসা নিয়ে বৃষ্টি সাজায় ইচ্ছে গুলো ভবঘুরে হয়ে, চেনা অচেনা হিসেব মেলায় ভালবাসা তাই ভিজে একাকার, ভেজা মন থাকে রোদের আশায় ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস যেমন থাকে স্নিগ্ধ গাংচিল। চুপি চুপি রোদ, উঁচু নীচু মেঘ, সারি সারি গাড়ি দূরে দূরে বাড়ি...... নিভু নিভু আলো, চুপ চাপ সব কনকনে শীত ছম ছমে ভয়...... সংলাপ সব পড়ে থাক, বৃষ্টিতে মন ভিজে যাক ভালবাসা মেঘ হয়ে যাক।

ঘুরে ঘুরে যদি, দূরে দূরে তবু মেঘে মেঘে থাক ভালবাসা ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস যেমন থাকে স্নিগ্ধ গাংচিল। মেঘ ঝড়ে ঝড়ে ...... জল উড়ে উড়ে ..... ভালবাসা তাই ...... ভেজা মন থাক ..... ঝিরি ঝিরি হাওয়া কৃষ্ণচূড়ায়, লাল লাল ফুলে, ছুটে ছুটে চলা ...... আধো আলো ছায়া, গুণ গুণ গাওয়া পুরনো দিনের গল্প বলা ...... সংলাপ সব পড়ে থাকে, বৃষ্টিতে মন ভিজে যাক ভালবাসা মেঘ হয়ে থাক। ঘরে ফেরা পথে, নিরবে নিভৃতে মেঘে মেঘে থাক ভালবাসা ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস যেমন থাকে স্নিগ্ধ গাংচিল। ভালবাসা মেঘ হারিয়ে গিয়েছি অর্ণব হারিয়ে গিয়েছি, এইতো জরুরী খবর অবাক দুই চোখে ছায়া কাঁপে ভয়ে অভিমানে হারিয়ে যাওয়ার নিয়ম নেই এখানে হারাবো বলে পা টিপে রোদে গেলেই গোটা শহর, বাতি জ্বেলে সতর্ক পায়ে পায়ে হারাবার জায়গা খোঁজে মরি। কোথাও নেই ঝুমঝুম অন্ধকার তকখক ডাকা নিশুতিতে রূপকথা শুনে শিউরে উঠে না গা স্বপ্নে আমার শরীরে কেউ ছড়ায় না শিউলি ফুল আলোর আকাশ নুয়ে এসে ছোঁয় না কপাল হারিয়ে যাইনি তবু, এটাই জরুরী খবর।

আকাম থাকার হতাশায় হারিয়ে যাওয়ার কোন মানে নেই নিবিড় ঘরে আধো আলো বিশ্বাসে বুকের গভীরে কার যেনো ডাক আসে যদি কোনদিন ঝরে ঝরে যায় অন্ধকার ভালোবাসা ধুয়ে দেয় গোটা মুখ আমার দুচোখে স্বপ্ন ভরে দিয়ে যায় কেউ যদি কোনদিন অটুট বিশ্বাসে যদি কোনদিন যদি কোনদিন.... হারিয়ে গিয়েছি ভালবাসা তারপর অর্ণব কষ্টগুলো শিকড় ছড়িয়ে ঐ ভয়ানক একা চাঁদটার সাথে স্বপ্নের আলোতে যাবো বলে যখন চোখ ভিজে যায় রাতে। ভালবাসা তারপর দিতে পারে গত বর্ষার সুবাস, বহুদিন আগে তারাদের আলো শূন্য আঁধার আকাশ। প্রখর রোদে পোড়া পিঠ আগুনের কুন্ডে শেঁকা হাত শিশির ছোঁয়ায় পাবে হাসি অন্ধকারে কেটে যাবে রাত। ভালবাসা তারপর যত দূরে ওয়ারফেজ চুপচাপ চারিদিক মাতাল এক হাওয়া পাখিদের কোলাহলে মন যে হারা হঠাৎ দেখি তোমাকে অচেনা ছায়ায় আমারই স্বপ্নে আঁকা এ যে তুমি নিঃশব্দে এলে তুমি আমারই ভূবনে গোধূলী হয় রবে তুমি আমারই চিরকাল। যতদূরেই থাকো রবে আমারই হারিয়ে যেওনা কখনো তুমি কতকাল রয়েছি তোমারই পথ চেয়ে কতরাত কেটেছে তোমারই আশাতে ও… কতকাল রয়েছি তোমারই পথ চেয়ে কতরাত কেটেছে তোমারই আশাতে যতদূরেই থাকো রবে আমারই হারিয়ে যেওনা কখনো তুমি যত দূরে ভাল থাকুন।

ভাল গান শুনতে থাকুন।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।