আমাদের কথা খুঁজে নিন

   

আর আমি শালা শুওরের বাচ্চা কগজে কলমে মানবতা আঁকছি।

গনতন্ত্রের শুদ্ধতা চাই
আগেই এসবের কিছু কিছু জানতাম। কিন্তু আজ পত্রিকায় ছবি এবং বিস্তারিত পড়ে ভিষন খারাপ লাগছে। *ভিক্ষুক বানানোর নিষ্ঠুর কারখানা* এখানে লিঙ্ক অথচ কি অদ্ভুত মানুষ আমি এদের জন্য তো কিছু করবই না। বরং আজ বিকালে রাস্তায় নেমেই সব ভুলে যাবো। দ্যাখা যাবে কোন এক ভিক্ষুক কে আমি ই গালাগালি করে বিদায় করে দিচ্ছি।

বিকেলে ধান্মন্ডি লেক এ যখন আড্ডায় গ্রিল, নান, আর কোক এর ক্যান নিয়ে গগ্রাসে গিলবো। তখন আমার দিকে বুভুক্ষের মত তাকিয়ে থাকা শুশুটাকে এক থাপ্পড়ে বিদায় কোরে দিব। আর বল্বো ছি!! খাওয়াটাই নষ্টো করে দিল!!কি জঘন্য মানুষ আমি!!! আর রাতে ফেসবুক আর ব্লগে এদের প্রতি আমার বিশাল হৃদয় এর অনুভতি ব্যক্ত করতে করতে কিলোবাইট ভরাইতে থাকব। আর আমার মানবতা প্রকাশ করবো। পথ শিশু অধিকারের আন্দোলন গোড়ে তুল্ব ব্লগ এ ব্লগ এ।

কি এক কুতসিৎ প্রানী আমি!!! আমার দেশ প্রতিনিয়ত ধর্ষত হচ্ছে। আমার পরিবার তিনব্যালা পেটপুরে খেতে পায় না, আমার ভাই সকাল দুপুর গাজা হেরইন এ মুখ ডুবিয়ে পরে থাকে, আমার বাবা এই বিশাল দ্রব্য মুল্যের বঝা বইতে বইতে ক্লান্ত, আমার মা ৬০০০ টাকায় পুরা মাস কিভাবে চলবে এই চিন্তায় পাগল প্রায়, আমার দাদি এর বয়সি বৃ্দ্ধা রাস্তায় ভিক্ষা করছে, আমার বোন নিজের পেট ভরাতে দেহ বিকিয়ে দিচ্ছে। রাজাকার 'মুক্তিযোদ্ধা সনদের' সুবিধা ভোগ করছে আর মুক্তিযোদ্ধা রাস্তায় থালা হাতে ঘুরছে। আর আমি শালা শুওরের বাচ্চা কগজে কলমে মানবতা আঁকছি।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।