আমাদের কথা খুঁজে নিন

   

কে এফ সির বার্গার

আমার ব্যক্তিগত ব্লগ

আমি সাধারনত: বার্গার খাই না। কারন খেতে গেলে বিশাল হা করতে হয়, মুখে হাতে চিজ লেগে যায়, খাওয়ার সময় বার্গারের মাটন অনেক সময় ব্রেডের ভিতর থেকে বাইরে পরে যায় ইত্যাদি ইত্যাদি। একবার প্রচন্ড ক্ষুধা নিয়ে বেলি রোডের বি এফ সি তে বার্গার খেয়েছিলাম। খুবই ভাল লেগেছিল। এরপর যখনই বি এফ সিতে যাই বার্গার অর্ডার দেই।

তবে আগের মতোন আর ভাল লাগে না। আজ কে এফ সিতে আব্বা নিয়ে গিয়েছিলেন। ভাবলাম নতুন কিছু খাই। বার্গার অর্ডার দিলাম। সাইজে বি এফ সির তুলনায় চার ভাগের এক ভাগ।

কলোনেল বার্গার। খেতে বেশ ভাল লাগল।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।