আমাদের কথা খুঁজে নিন

   

শাহেদ কায়েসের উপর হামলার ঘটনায় মামলা

বৃহস্পতিবার দুপুরে মেঘনা নদীর নলচর বালু মহাল এলাকায় একদল সন্ত্রাসী শাহেদকে তুলে নিয়ে যায়। পরে বিকেলে কুমিল্লার মেঘনা থানার রামপুরা এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার মধ্যরাতে শাহেদ সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছেন।
সোনারগাঁও থানায় ওসি আতিকুর রহমান জানান, শাহজালাল এন্টারপ্রাইজের জাকির হোসেন, মহসিন, ওয়াসিম, জাকারিয়া, ওসমান মেম্বার ও হোসেনের নামোল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২০/২৫ জনকে আসামি করা হয়েছে মামলায়।
এরমধ্যে ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি আতিকুর।
এদিকে শুক্রবার সকালে এ ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।
বক্তারা অভিযোগ করেন, কুমিল্লার স্থানীয় সাংসদ সুবিদ আলী ভূঁইয়া ও বালু মহালের ইজারাদার সেলিনা ইসলামের নির্দেশেই শাহেদ কায়েসকে অপহরণের পর তুলে নিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়।
অবৈধ বালু উত্তোলনে বাধা দেয়ায় সোনারগাঁও এবং কুমিল্লা থানায় শাহেদ কায়েসসহ গ্রামবাসীর বিরুদ্ধে ৭টি মিথ্যা মামলাও দায়ের করা হয়েছে বলে জানান বক্তারা।
মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও সংগঠনের সদস্য সচিব কবি হালিম আজাদ, জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট সভাপতি প্রদীপ ঘোষ বাবু, সাবেক সভাপতি ভবানী শংকর রায়, গণসংহতি আন্দোলনের নেতা তরিকুল সুজন, সংস্কৃতিকর্মী আফসার বিপুল প্রমুখ।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.