আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ার্নের হার্লি, পিকের শাকিরা!


‘আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ...’ এই গানই যেন গাইছেন লিজ হার্লি আর শাকিরা। ক্রীড়াঙ্গনের বাইরের হয়েও ক্রীড়াঙ্গনেরই অতি পরিচিত মুখ হয়ে ওঠা দুই তারকা আর তাঁদের প্রেম নিয়ে লিখেছেন রাজীব হাসান আগে বলুন, ‘ধন্যবাদ, ধন্যবাদ’। কেন, কাকে, কিসের জন্য ধন্যবাদ দুটো দিচ্ছেন, সেটা পরে হবে। আপাতত ধন্যবাদ তো দিন। দিয়েছেন? বেশ।

তবে শুনুন। প্রথম ধন্যবাদটি শেন ওয়ার্নকে, দ্বিতীয়টির প্রাপক জেরার্ড পিকে। কোথায় ওয়ার্ন আর কোথায় পিকে; একজন আইপিএলের পেশাদারি খোলসে থাকা শখের ক্রিকেটার; অন্যজন পুরোদস্তুর জান লড়িয়ে দেওয়া রক্ষণ-সেনানি, খেলেন বার্সেলোনায়। কিন্তু দুজনকে অভিন্ন ধন্যবাদ পৌঁছে দেওয়ার কারণ, তাঁদের সৌজন্যেই বিশ্ব ক্রীড়াঙ্গন গ্যালারি আলো করা দুজন নিয়মিত দর্শক পেয়েছে। ওয়ার্নের খেলা দেখতে নিয়মিতই গ্যালারিতে হাজির হচ্ছেন লিজ হার্লি; পিকের খেলা দেখতে শাকিরা।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।