আমাদের কথা খুঁজে নিন

   

মইন জিয়া হতে চেয়েছিলেন: খালেদা, ঠাকুর ঘরে কেরে....আমি কলা খাই(না)।

* আমি খুজে বেড়াই নিজেকে *
মইন বিএনপি'র ধ্বংসস্তুপে দাঁড়িয়ে জিয়াউর রহমান হতে চেয়েছিলেন। এজন্য বিএনপি'র কিছু বেঈমানও তার সঙ্গে যোগ দিয়েছিলো। খালেদা জিয়া বলেন, "তত্বাবধায়ক সরকার প্রধান ফখরুদ্দিন ছিলেন 'ঠুটো জগন্নাথ', মইন ইউ আহমেদ পেছন থেকে সবকিছু করতেন। মইন ইউ আহমদের পেছনে ছিলো কিছু বিদেশি শক্তি। " যারা মুখে 'মাইনাস টু' এর কথা বলতো, আসলে তারা 'মাইনাস ওয়ান' ফর্মূলা বাস্তবায়ন করে বিএনপিকে ধ্বংস করে দিতে চেয়েছিলো বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেত্রী।

(পরের মুখের শোনা বুলি পাখির মত কেন বলিস?) খালেদা জিয়া তার বক্তৃতায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, মধ্যবর্তী নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সীমান্ত সমস্যা, সংবিধানের সংশোধনী, যুদ্ধাপরাধীদের বিচার, বিচার বিভাগে দলীয়করণ, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। খালেদা বলেন, ফখরুদ্দিন-মইন ইউ আহমেদ নিজেদের পিঠের চামড়া বাঁচাতে নির্বাচন দিয়ে আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে। ২০০৮ সালের এই নির্বাচন সুষ্ঠু হয়নি। মইন ইউ আহমেদকে দূর্নীতিবাজ আখ্যা দিয়ে খালেদা জিয়া বলেন, সে সময় ব্যবসায়ীদের ধরে ধরে জেলে নেওয়া হয়েছে আর তাদের উপর জুলুম চালিয়ে টাকা আদায় করা হয়েছে। আইন অনুযায়ী বিচার হলে মইন ইউ আহমেদ এবং ফখরুদ্দিনের শাস্তি হবে বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেত্রী।

মইন ইউকে উদ্দেশ্য করে খালেদা জিয়া বলেন, দুর্নীতি না করলে দুই বার সংসদীয় কমিটি ডেকে পাঠালো, তাদের সামনে হাজির হচ্ছেন না কেন? দেশ ছেড়ে পালিয়ে গেলেন কেন?(জমিরুরদ্দীন, দেলোয়ারও আসে নাই) খালেদা জিয়া বলেন, "মইন দেশে রাজনৈতিক দল গঠন করে রাষ্ট্রপতি হতে চেয়েছিলেন। এ জন্যই 'জাগো বাংলাদেশ' তৈরি করা হয়েছিলো। কিন্তু বেঈমানরা আল্লাহর তরফ থেকে যেমন কোনো সহযোগিতা পায় না, তেমনি জনগণের কাছ থেকে কোনো সহযোগিতা পায় না। তাই মইনের সেই খায়েশ পূর্ণ হয়নি। " তারেক রহমান ও বিএনপি'র নেতাদের নামে দুর্নীতির অভিযোগকে মিথ্যা অভিহিত করে খালেদা জিয়া বলেন, বিদেশি সহযোগীদের মাধ্যমে গণমাধ্যমকে টাকা দিয়ে এসব প্রচারণা চালোনো হয়েছে বিএনপিকে ধ্বংস করার জন্য।

প্রকান্তরে জিয়ার রাষ্ট্রীয় ক্ষমতার অপদখলকে স্বীকার করে নিলেন। Vবিড়িনিউজ২৪
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।