আমাদের কথা খুঁজে নিন

   

হায় খোদা এইটা কি পড়লাম ফেইসবুক ব্যবহার কারীর ৭৫ লাখই শিশু!!!!!!!!!!! দুনিয়াটা কই আছে??????????

গান পাগলা সহজ সরল মন ভোলা তবে অন্যায়ে প্রতিবাদী
ফেইসবুক ব্যবহারকারী ৭৫ লাখই শিশু, যাদের বয়স ১৩ বছরের কম। শুধু তাই নয়, ১০ বছরের কম বয়সী এমন শিশু রয়েছে অন্তত ৫০ লাখ। বুধবার টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। বর্তমানে পৃথিবীব্যাপী ফেইসবুকের মোট ব্যবহারকারীর সংখ্যা ৬৭ কোটি ৬৭ লাখ ১৫ হাজার দুশ জন। বাংলাদেশে এ সংখ্যা ১৫ লাখ ৫৫ হাজার সাতশ ২০ জন।

এর মধ্যে তিন শতাংশ ব্যবহারকারীর বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে। ব্যবহারকারীর সংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ৬০তম। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ১৮ বছরের কম বয়সী ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিলো দুই কোটি। এদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশ অর্থাৎ ৭৫ লাখ ব্যবহারকারীর বয়স ১৩ বছরের কম। আর এসব কমবয়সী ব্যবহারকারীদের মধ্যে অন্তত ৫০ লাখের বয়স ১০ বছর বা তার চেয়েও কম।

অথচ ফেইসবুকে ১৩ বছরের কম বয়সীদের ব্যক্তিগত পাতা তৈরির কোনো অনুমতি নেই। বিস্তারিত
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।