আমাদের কথা খুঁজে নিন

   

'ভালো' স্কুলের পাঠদান বিটিভিতে সরাসরি সম্প্রচার

আমি বাংলার...।

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ভালো' স্কুলের পাঠদান সরাসরি সম্প্রচার করবে বিটিভি। ২২ মে থেকে এই সম্প্রচার কার্যক্রম শুরু হবে। রোববার এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ একথা জানিয়েছেন। সপ্তাহের তিন দিন রোব, সোম ও মঙ্গলবার সকাল ০৯টা ১০মিনিট থেকে ১০টা পর্যন্ত নবম শ্রেণীর বিষয়ভিত্তিক তিনটি ক্লাসের পাঠদান স¤প্রচারিত হবে।

মন্ত্রী জানান, শুরুতে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের রসায়ন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি এবং গভ. ল্যাবরেটরি স্কুলের গণিত বিষয় নির্বাচন করা হয়েছে। পরবর্তী প্রচারসূচি বিটিভির ঘোষণা ও স্ক্রলের মাধ্যমে জানানো হবে। পর্যায়ক্রমে মানসম্মত স্কুলের সংখ্যা ও বিষয় সংখ্যা বাড়ানো হবে বলেও জানান তিনি। প্রত্যন্ত অঞ্চলের স্কুলসহ অন্যান্য স্কুলে কীভাবে শিক্ষার্থীরা বিটিভির ওই অনুষ্ঠান দেখবে- জানতে চাইলে নাহিদ বলেন, বিভিন্ন শিক্ষাবোর্ডের পক্ষ থেকে কিছু টেলিভিশন দেওয়ার ব্যবস্থা করা হবে। প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে শিক্ষাসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর একান্ত সচিব নজরুল ইসলাম খান, অতিরিক্ত সচিব এস এম গোলাম ফারুক, বিটিভি'র মহাপিরিচালক কাজী আবু জাফর সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.