আমাদের কথা খুঁজে নিন

   

আন্তবিশ্ববিদ্যালয় প্রজেক্ট প্রদর্শনী চুয়েটে



আন্তবিশ্ববিদ্যালয় প্রজেক্ট প্রদর্শনী চুয়েটে আমিনুল ইসলাম দীদার, চুয়েট চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গত শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল আন্তবিশ্ববিদ্যালয় প্রজেক্ট প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধন করেন চুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের প্রধান পরিতোষ কুমার। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান তওসিফ সাঈদ, অধ্যাপক ড. দেলোয়ার হোসাইন এবং ইন্টেল সফট সলিউশনের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এ এইচ এম শাহানুল আলম। হার্ডওয়্যার ও সফটওয়্যার-দুটি বিভাগে এই প্রদর্শনীতে আটটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি মোট ২২টি প্রজেক্ট প্রদর্শন করা হয়। সফটওয়্যার বিভাগে শীর্ষস্থান অর্জন করে বুয়েটের লোকেশন বেইজড ইনফরমেশন সিস্টেম সফটওয়্যার। দ্বিতীয় স্থান অর্জন করে চুয়েটের ভয়েস কন্ট্রোল রোবটিক আর্ম। হার্ডওয়্যার বিভাগে প্রথম স্থান অর্জন করে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব চিটাগংয়ের (আইআইইউসি) সোলার ট্রেকার। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের জিএসএম কন্ট্রোল ট্রেকার এবং চুয়েটের ইন্ডাস্ট্রিয়াল ফুড প্রসেসিং সিস্টেম প্রকল্প

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।