আমাদের কথা খুঁজে নিন

   

'সম্মানজনক' বিদায়ের পথ খুঁজছেন গাদ্দাফি



'সম্মানজনক' বিদায়ের পথ খুঁজছেন গাদ্দাফি Sun, May 15th, 2011 1:49 pm BdST Dial 2000 from your GP mobile for latest news ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ায় ন্যাটোর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা থামাতে রাষ্ট্রক্ষমতা থেকে 'সম্মানজনক' বিদায়ের পথ খুঁজছেন মুয়াম্মার গাদ্দাফি। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে লিবিয়া সরকারের কর্মকর্তাদের বরাত দিয়ে বলেছে, দেশকে স্বৈরশাসন থেকে গণতন্ত্রের দিকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করেছেন গাদ্দাফি। এর মাধ্যমে ন্যাটোর অভিযান বন্ধ হবে বলে আশাবাদী তিনি। এমন সময়ে গাদ্দাফির এ পরিকল্পনার কথা জানা গেলো যখন 'মানবতার বিরুদ্ধে অপরাধের' অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রক্রিয়া চলছে। লিবিয়া সরকারের চার সদস্য গার্ডিয়ানকে বলেন, গাদ্দাফি জানেন তার সময় শেষ হয়েছে।

এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে গার্ডিয়ান জানায়, "তবে তিনি ভেনেজুয়েলায় যাচ্ছেন না। তিনি সম্মানের সঙ্গে দেশে থাকতে চান। তিনি বলেছেন, তিনি জাপানের সম্রাট বা কাস্ত্রোর মতো সম্মান নিয়ে থাকতে চান। " আরেক কর্মকর্তা বলেন, "আমরা জানি, বিশ্বে ও দেশের মানুষের কাছে তার সম্মানহানি করে ভবিষ্যৎ লিবিয়া সম্ভব নয়। এ বিষয়ে কোনো প্রশ্ন নেই যে, দেশে অনেক ক্ষেত্রে সংস্কার প্রয়োজন রয়েছে।

" কর্মকর্তাদের মতে, পরিবর্তনের লক্ষ্যে এরইমধ্যে কাজ শুরু করেছেন গাদ্দাফি। ১৯৬৯ সালে ক্ষমতা দখলের পর এবারই প্রথম অন্যদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ দিচ্ছেন তিনি। এর উদাহরণ হিসেবে গার্ডিয়ান জানায়, জাতীয় ইস্যুতে সমঝোতা আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে আদিবাসী নেতাদের। আর এতোদিন প্রধানমন্ত্রী তেমন গুরুত্বপূর্ণ দায়িত্ব না পেলেও আন্তর্জাতিক পর্যায়ে দেশের নেতৃত্ব দিচ্ছেন তিনি। ১৭ মার্চ লিবিয়ায় উড্ডয়ন-নিষিদ্ধ এলাকা প্রতিষ্ঠা এবং গাদ্দাফির অনুগত বাহিনীর হাত থেকে বেসামরিক নাগরিকদের রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

ওই সিদ্ধান্ত বাস্তবায়নে ১৯ মার্চ সেখানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় পশ্চিমা যৌথবাহিনী। পরবর্তীতে অভিযানের দায়িত্ব নেয় ন্যাটো জোট। ত্রিপোলিতে গাদ্দাফির বাব আল-আজিজিয়া কম্পাউন্ডে ইতোমধ্যে কয়েক দফা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। নিহত হয়েছে গাদ্দাফির এক ছেলেসহ কয়েক আত্মীয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এএমটি/১৩৪৬ ঘ.


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।