আমাদের কথা খুঁজে নিন

   

রেশমা উদ্ধারে খালেদার শুকরিয়া

একইসঙ্গে এই উদ্ধার কাজে নিয়োজিত সবাইকে অভিনন্দন জানান বিএনপি চেয়ারপার্সন।
শুক্রবার বিকালে রেশমাকে উদ্ধারের পরপর এক বার্তায় খালেদা জিয়া বলেন,  “মহান রাব্বুল আলামীনের অশেষ রহমত এবং অপার মহিমায় দীর্ঘ ১৭ দিন পর অলৌকিকভাবে জীবিত অবস্থায় রেশমা উদ্ধার হয়েছে। এজন্য উদ্ধার কাজে নিয়োজিত সব সদস্যদের আমি প্রাণঢালা অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি।”
“রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে জীবিত মানুষ উদ্ধারের আশা যখন প্রায় ক্ষীণ হয়ে পড়েছিল  ঠিক তখনই রেশমাকে জীবিত অবস্থায় উদ্ধারে আমি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি।”
সাভার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রেশমার সুস্থতা প্রার্থনা করেন তিনি।
গত ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন নয়তলা  ভবন রানা প্লাজা ধসে পড়ে। এরমধ্যে সেখানে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।
এই দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন খালেদা জিয়া। তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।