আমাদের কথা খুঁজে নিন

   

এন এপলজি টু সাস্ট: পার্ট ওয়ান



ধরুন অনেকক্ষন ধরে বসে আছেন কম্পিউটারের সামনে, চোখ দুটি ক্লান্ত, দুই কাপ কফি খেয়ে ফেলেছেন, আরেক কাপ নেওয়ার সাহস পাচ্ছেন না,বাসা থেকে বারবার রিং দিচ্ছে......সেই কখন অফিসে টাইম শেষ। নিকোটিন আপনাকে অনুপ্রাণিত করতে ব্যর্থ। ঠিক তখন আপনি একটা কাজ করতে পারেন...... চোখটা বন্ধ করুন, হাত দুটো ভাজ করে পেছনে নিয়ে ভাবুন ......... সাস্ট কিংবা আপনি সাস্টে নিয়মিত ছাত্র। ক্লাস, টার্মটেস্ট, এ্যসাইনমেন্ট, রিহার্সেল নিয়ে ব্যস্ত। রু্টিন বাধা জীবন।

কোন কিছুই নতুন নয়। আপনাকে বলছি মনের চোখটা একটু খুলুন.........পুরনো কে দেখন নতুন করে কিংবা আপনি মান্নাদের গাওয়া সুজাতা রায়ের মত কোন চরিত্র। স্বামী সন্তান নিয়ে ভালই আছেন। পেছনে তাকানোর সময় আপনকে মানায় না। কিন্তু মাঝে মাঝে আনমনা হয়ে যান ............নিজেকে একাকী মনে হয়......ঠিক তখনই ভার্চুয়াল টুরের টিকেট ধরিয়ে দেওয়া যেতে পারে।

কিংবা আপনি সাস্টে পড়াশুনা করেন নি, নো প্রব্লেম। আপনাকে স্বাগত জানাতে কোন সমস্যা দেখছি না......... Welcome To SUST আপনি গাড়ি দিয়েও আসতে পারেন। রিক্সায়ও আসতে পারেন অথবা আমার মত বিশ্ববিদ্যালয়ের বাসে। তবে যে বাহন দিয়েই আসুন না কেন আপনাকে নেমে যেতে হবে সেই গেইটেই। ডানপাশে কৃষ্ণচূড়া ও বামপাশে জারুল গাছটা অসংখ্য ফুল নিয়ে আপনাকে স্বাগত জানাবে।

সন্ধ্যায়, নিওন আলোর সাথে কৃষ্ণচূড়ার কম্বিনেশন। দূর পাহাড় থেকে উড়ে আসা বাতাস, জারুল ফুলের বুনো গন্ধ, আলৌকিক ফ্লে্বার এনে দিবে। চলুন এক কিলোতে প্রবেশ করি, থমকে গেলেন, শূন্য এক কিলো এখন রূপে রূপে অপরূপা(স্ত্রী লিঙ্গের জন্য দুঃখিত)। কিছুটা আনমনা হয়ে যেতে পারেন। যাই হক এক কিলো আপনাকে স্বাগত জানায়...... এক অন্য রকম অনুভুতি , ঠিক বহুদিন পরে ঘরে ফেরার মতো।

এতা যদি সকাল হয়, রোদ্র আর নীল আকাশের ভয়ঙ্কর কম্বিনেশন আপনার মনটাকে ফুরফুরে করে দিতে বাধ্য। (চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।