আমাদের কথা খুঁজে নিন

   

পথ ও ফেরারি যাযাবর

আহসান জামান

পথ ক্রমশঃ হারায় পথ, পথের বিস্তর। সাদামাঠা যাপনের স্বাদ, পুরানোকালের শ্লথ নিমগ্ন স্মৃতিছবি জড়ো করে ব্যাপক আয়োজন। মনে ওড়ে দু'ডানায় পাখি, আড়ালে ফেলে রাখে অযুত মায়ামুখ; বিজনে কেঁদেছে কে? তার মুখ ক্লান্তিমূখর; কেবলই জুড়ে দেয় স্খলন; অভিন্ন জননীর শিশুরা মাখে ভিন্নতার রঙধেনু রং। ক্রমশঃ হারায় পথ, পথের পরিসর। ফেরারি যাযাবর ব্যক্তিকপ্রহর নেমেছে এই অন্ধকারে ঘরময় শূন্যতার বৃষ্টি অঝোর। পায়চারী মনের বারান্দায় আর তুলে রাখি সুখস্পর্শগুলো পদস্খলনের বিষণ্ন রিদোমে। আয়োজন থেমেছে আগে, কেবল সুখের যুযুরা এখন মেতেছে কালোরাতে; আমার দু'পকেট ভরে ওঠে অন্ধকার, ফেরারি যাযাবর।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।