আমাদের কথা খুঁজে নিন

   

এক বিষয়ে পরীক্ষা দিয়ে ২ বিষয়ে ফেল!

চাচা চৌধুরীর মগজ কম্পুটারের চেয়েও প্রখর

সকালে পাড়ার এক ভাতিজার অদ্ভুত রেজাল্ট নিইয়ে লিখেছিলাম। আর এখন একটা খবরে যেটা দেখলাম সেটা আরও অদ্ভুত। এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল! চমকে দেয়ার মতো ঘটনা। এ ঘটনা বরগুনার আমতলী একে পাইলট হাইস্কুলের বাণিজ্য বিভাগের ছাত্র মো. সাইফুল ইসলামের (রোল-৪৩৪০৮৯)। সাইফুল বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এসএসসিতে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করে।

গত বছর সে হিসাব বিজ্ঞানে অকৃতকার্য হয়। এবার ওই হিসাব বিজ্ঞান বিষয়ে ইমপ্রুভমেন্ট পরীক্ষায় অংশ নেয়। অনলাইনে প্রকাশিত ফলাফলে দেখা যায় সাইফুল দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে। হিসাব বিজ্ঞানের পাশাপাশি সাইফুলকে ব্যবসায় পরিচিতি বিষয়েও অকৃতকার্য দেখানো হয়েছে। সাইফুল ইসলাম জানান, গতবার সে ব্যবসায় পরিচিতিসহ অন্যান্য বিষয়গুলোতে পাস করে।

সূত্র- View this link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।