আমাদের কথা খুঁজে নিন

   

দেশ অনুসারে মুসলিম জনসংখ্যা

বলুনঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। [১৭:৮১-পবিত্র কুরআন]
মুসলিম (আরবীতে - مسلم) একটি আরবী শব্দ। মুসলিম বলতে ঐ ব্যক্তিকে বোঝানো হয়, যিনি আল্লাহর ইচ্ছার উপর নিজের ইচ্ছাকে সপোর্দ করে দেন। মুসলিমরা বিশ্বাস করে সৃষ্টজগতের স্রষ্টা একজনই, তিনি আল্লাহ্‌ এবং মুহাম্মাদ (সাঃ) তাঁর প্রেরিত শেষ নবী ও রাসূল।

মুসলিম জনসংখ্যা বলতে বিশ্বে ইসলামে বিশ্বাসীদের সংখ্যা বোঝায়। ২০০৯-এ পরিচালিত এক গবেষণায় দেখা গেছে বিশ্বে মোট জনসংখ্যার চার ভাগের এক ভাগ মুসলিম। এ গবেষণা অনুযায়ী বর্তমানে পৃথিবীর জনসংখ্যা প্রায় ৬৮০ কোটি যার মধ্যে মুসলিমদের সংখ্যা প্রায় ১৫৭ কোটি, অর্থাৎ বর্তমান বিশ্বে মোট জনসংখ্যার প্রায় ২৩ শতাংশ মুসলিম । আর মুসলিমদের মধ্যে প্রায় ৬০ শতাংশ এশিয়া মহাদেশে এবং ২০ শতাংশ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় বসবাস করে। ইন্দোনেশিয়ায় প্রায় ২০ কোটি ৩০ লাখ মুসলিম বাস করে যা বিশ্বে মোট মুসলিম জনসংখ্যার প্রায় ১৩%।

পাকিস্তানে ১৭ কোটি ৪০ লাখ, ভারতে ১৬ কোটি ১০ লাখ, বাংলাদেশে ১৪ কোটি ৫০ লাখ, ইরানে ৭ কোটি ৪০ লাখ এবং তুরস্কেও ৭ কোটি ৪০ লাখ মুসলিম বসবাস করে। এই ছয় দেশে বিশ্বের মোট মুসলিম জনসংখ্যার প্রায় ৫৩% আর এশিয়ার প্রায় ৮৫% বাস করে। এশিয়ার মুসলিমদের মধ্যে আবার প্রায় অর্ধেক বাস করে দক্ষিণ এশিয়ায় । মধ্যপ্রাচ্যে ও উত্তর আফ্রিকায় ৩১ কোটি ৫০ লাখ মুসলিম বসবাস করে যা মোট মুসলিম জনসসংখ্যার প্রায় ২০ শতাংশ। এর মধ্যে মিশরে বাস করে প্রায় ৮ কোটি মুসলিম।

নিম্ন-সাহারা এলাকায় প্রায় ২৪ কোটি মুসলিমের বসবাস, যা মোট মুসলিম জনসসংখ্যার প্রায় ১৫ শতাংশ। এর মধ্যে নাইজেরিয়ায় প্রায় ৮ কোটি মুসলিম বাস করে যা নাইজেরিয়ার মোট জনসংখ্যার ৫০ শতাংশ। তাছাড়া প্রায় ৩০ কোটি মুসলিম বাস করে পৃথিবীর অন্যান্য দেশে যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ নয়। ভারতে মুসলিমদের সংখ্যা বিশ্বে তৃতীয়, যা ইন্দোনেশিয়া ও পাকিস্তানের পরে। চীনে মোট জনসংখ্যার প্রায় ২ কোটি ২০ লাখ মুসলিম যা সিরিয়ার থেকে বেশী, জার্মানীর জনসংখ্যার প্রায় ৪০ লাখ মুসলিম যা লেবানন থেকে বেশী অন্যদিকে রাশিয়ার মুসলিম জনসংখ্যা ১ কোটি ৬৫ লাখ যা জর্ডান ও লিবিয়া এই দুই দেশের মোট মুসলিম জনগোষ্ঠীর চেয়েও বেশী।

ইউরোপে প্রায় ৩ কোটি ৮০ লাখ মুসলিম বসবাস করে যা মোট মুসলিম জনসংখ্যার ২.৪% অন্যদিকে আমেরিকায় বাস করে প্রায় ৫০ লাখ মুসলিম। এক হিসাবে দেখা যায় বিশ্বে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার ১.৮৪%। ২০১৬ তে সারা বিশ্বে মুসলিমদের সম্ভাব্য সংখ্যা হবে ২০৩ কোটি ৪০ লাখ এবং খ্রিস্টানদের সম্ভাব্য সংখ্যা হবে ২০৩ কোটি ৩০ লাখ। তথ্যসূত্রঃ Pew Forum on Religion and Public Life en.wikipedia.org/wiki/List_of_countries_by_Muslim_population
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।