আমাদের কথা খুঁজে নিন

   

অলসতা ও প্রেম



অলস জীবন আমাকে প্রেম করতে প্রলুব্ধ করেছে। পরীশ্রমী জীবন আমাকে এগিয়ে যাবার পথ দেখিয়েছে। ছন্নছাড়া জীবন আমাকে ঘর ছাড়তে বাধ্য করেছে। অভাব আমাকে চুরি করার পথ শিখিয়েছে। যখন আমি অলস ছিলাম তখন দ্বারে দ্বারে প্রেম খুজেঁছি।

দিনের অধিকাংশ সময় কেটেছে প্রেমের সাগরে নৌকা বেয়ে। আমি সামনে এগিয়ে গেছি পরিশ্রম করে। আমি যতই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য পরিশ্রম করেছি, ততই সামনের দিকে এগিয়ে গেছি। একটা সময় আমি আমার ঘর ত্যাগ করেছি। যখন আমি অনেক দূর চলে গিয়েছি, তখন আমার কাছে সম্বল বলতে কিছুই ছিল না।

অভাবের তাড়নায় আমি নদী পথেই চুরির ধান্দা করতে বাধ্য হয়েছি। এই সব কিছুর মূলেই ছিল অলস প্রেম। এরাই আমাকে আজ পথে নামতে বাধ্য করেছে। আমি এখন পথের ফকির, পথই আমার ঘর। অলসতা আমাকে ফকির বানিয়েছে, তাই কেই অলস থেকো না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।