আমাদের কথা খুঁজে নিন

   

যখন আন্ধার নাইমা আসে



যখন আন্ধার নাইমা আসে শাদা শহরে কবিতারা জোনাকি পোকা হইয়া যায়; দুই চারটা বৃষ্টির ফোটা আইসা বিরানী তোর চোহারা মনে করয়া দেয়। ভাইবা পাই না পাখি হমু না কবিতা, কোনটা তরে বেশি ছুইতে পারব, তবু চক্ষু বন্দ কইরা থাহি; চক্ষু খুইলা দেহি আকাশ ভাইঙ্গা সোনা ঝরতাছে। দালান-কোঠার ফাক-ফোকরে থাইকা গান ভুইলা গেছি, একটা চড়ৃই প্রতিদিন ঘ্যান ঘ্যান কইরা দুই চারটা সুর মনে করাইবার বৃথা চেষ্টা কইরা কলতলায় বইসা গান গাইতাছে। যখন আন্দার নাইমা আসে চোখ পোড়া শহরে তোর কথা ভাইবা তিনচারদিন এলোমেলো ঘুরপাক খাই; সবগুলা রাস্তা শেষ হইয়া গেলে আবার তোর গলির মাথায় দাড়ায়া মাথার চুল ছিড়ি। যখন আন্ধার নাইমা আসে শাদা শহরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।