আমাদের কথা খুঁজে নিন

   

তবু সখি তোমাকেই ভালবাসি।



যতটা কাছে যাই ততটা দুরে যাও তুমি যতটা ভালবাসি ততটাই ঘৃর্না কর তুমি আমায় নিয়ে তোমার সাপলুডু খেলা চলছে বহুদিন । আমার সব স্বপ্ন গুলো কুয়াসার মত নতজানু হয়ে যায় তোমার নীল চোখের বাস্তবতার কাছে, অসহয় বিবর্ন আমি বার বার ফিরে আসি তোমার বন্ধ দরজা থেকে। তোমার ক্রমাগত উপেক্ষা আর অবহেলার পাহাড় ডিঙ্গিয়ে তবু ছুটে যাই ... আমার স্বচ্ছ হ^দয়ে তুমি কেন আকারনে বেদনার নীল ছড়িয়ে দাও আমি প্রশ্ন করিনা। আমিতো জন্মেছি কেবল তোমার দেয়া কষ্ট কুড়াতে, বেদনার নহরে ভাসিয়ে আমায় নির্বিকার তিরে বসে আছ তবু সখি তোমাকেই ভালবাসি তোমারী অপেক্ষায় আছি.. .. রচনাকাল ২০০১ থেকে ২০১১ ফরিদপুর থেকে নারায়ণগঞ্জ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।