আমাদের কথা খুঁজে নিন

   

যখন মাসের ২৯ তারিখ



মাসের শেষে ইদানিং খুব হাসি পায় । মুচকি হাসি না, অট্টহাসি । শুধু আমি না, সবাই এই হাসির প্রতিযোগিতায় নামে বোধহয় । সিলেট আসার পর থেকে এই হাসি হাসাটা যেন বাধ্যতামূলক হয়ে গিয়েছে (গুটিকয়েক লাখ-কোটিপতি ছাড়া) । তাই মাসের ২০ তারিখের পর থেকেই কোন বন্ধুর মানিব্যাগে কত টাকা আছে তার হিসাব রাখাটা নিজের ব্যক্তিগত প্রয়োজন বলে মনে হয় ।

কার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে আর তা থেকে কত টাকা ধার নিলে মাসের বাকি দিনগুলো কোনমতে চালানো যাবে তা মাসের শুরু থেকেই বুকিং দিয়ে রাখতে হয় । আর ৩১ দিনের মাসগুলোতে যে কি হয় তা আর বললাম না । মাসের শুরুতে যখন কয়েকটা ৫০০ টাকার নোট হাতে আসে, তখন তাকে চুমু খেতে ইচ্ছা করে । প্রতি মাসে চিন্তা করি এইবার কম করে খরচ করবো । কিন্তু মাসের শেষের সেই হাসিটা হাসতেই হয় ।

যেন নিয়তির নির্মম পরিহাস (N.N.P.). গত মাসে আমি একটা জরিপ করার চিন্তা করেছিলাম । এমনকি Microsoft Excel এ একটা ডকুমেন্ট খোলার প্ল্যান ছিল । কিন্তু সময় হয়নি । আমার প্রতিদিনের (ভার্সিটি খোলা থাকে যেদিন) টাকা উড়ানোর রুটিন অনেকটা এইরকম : ভোরবেলায় (৮.০০টায়) রুটি + সবজি অথবা খিচুড়ি + ডিম : ২০/= ক্লাসের মাঝখানে কমপক্ষে ২ কাপ চা : (২ * ৫) ১০/= দুপুরে ভাত + মুরগী অথবা সবজি : ৩৫/= আরও ২ কাপ চা : (২ * ৫) ১০/= বাস না পাইলে আসা যাওয়ায় আরও বাঁশ : ১০/= মোট বিসর্জন : ৮৫/= (মাত্র) মানে ৮৫ টাকা / দিন । আর মাসিক (৩০ * ৮৫) : ২৫৫০/= (সাইন্টিফিক ক্যালকুলেটর অনুযায়ী)­­­­­­­ ।

এর সাথে আছে মেসের খাবার খরচ ১৫০০/= । আছে রুমের ভাড়া, আছে বিদ্যুৎ বিল, আছে গ্যাস বিল, আছে ইন্টারনেট খরচ । এর পর জানুয়ারীতে আছে হ্যাপি নিউ ইয়ার । সাথে আছে আমার বার্থডে (কেন যে জন্ম নিসিলাম!), ফেব্রুয়ারীতে ভ্যালেন্টাইন ডে (বছরের সেরা বাঁশ), ২১শে ফেব্রুয়ারী... ... ... ... ... ডিসেম্বরে বিজয় দিবস, 31st night. আমি আবার উদার প্রকৃতির পাবলিক । তাই উন্দাল, spicy, chili এই রেস্টুরেন্টগুলোতে তো প্রতি মাসে কিছু দান করতেই হয় (সাথে অন্য কেউ থাকলে মানিব্যাগটায় একটু (!) চাপ পড়ে আর কি) ।

সব মিলিয়ে যা দেখাচ্ছে আমার সাইন্টিফিক ক্যালকুলেটরে তা নিজেরই বিশ্বাস হচ্ছে না । এখন আমরা মাস শেষে বিয়ে বাড়িতে ঢুকে (নিমন্ত্রন ছাড়াই) পেট ভরে খেয়ে আসি । এটাই বাঁচার একমাত্র উপায় । এইভাবে চলতে থাকলে একদিন যে পাকা চোর হয়ে যাবো এতে কোন সন্দেহ নেই, তবে এর যে এক অন্যরকম আনন্দ আছে তা মানতেই হবে... আমাদের অর্জুনতলা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।