আমাদের কথা খুঁজে নিন

   

“চল বৃষ্টিতে ভিজি”

খুবই সাধারন। সৎ , অমায়িক ।

চল বৃষ্টিতে ভিজি চল সাগরে মিশি সাগরে ভাসি সাগরে হারাই বৃষ্টিস্নাত সাগর জল টইটুম্বুর পুকুর নদী গ্রামীণ জলপথ চল মিশে যাই কর্দমাক্ত পথে চল সবুজে হারাই চল আকাশে স্বপ্ন আঁকি মেঘের গর্জনে একীভূত হই বিদ্যুতের ঝলক,আত্মার হুংকার ভয়ে গা ছিম ছিম,তবু স্বপ্ন ডানায় তুমি আমি স্বর্গলোকে, স্বর্গসুখে চল স্বপ্ন বুনি, মন নাচাই রক্তিম আভায় হৃদয় রাঙাই চল কল্পনায় মন সাজাই হাত স্পর্শে স্বপ্ন সাজাই চল মনকে ভিজাই নির্লিপ্ততায়,পবিত্রতায় মুগ্ধতায়,মোহময়তায় পবিত্র সৌরভে চল হাঁটি সিক্ত মনে ভালোবাসার টানে পরস্পরের পানে ভিজে যাক অন্তর,ভিজে যাক সত্তা প্রতিটি পবিত্র ফোটায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।