আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যবর্তি নির্বাচনের চিন্তা বেয়াক্কেল এবং লুভি মানুষদের দ্বারা সম্ভব

ভিন্য চোখে অন্য আলো

এই সরকার কতটা ব্যর্থ, কতটা সফল তার বিচার করবে জনগন ভোটের মাধ্যমে। যদিও আমি কখন বিশ্বাস করিনা দেশে জনগনের সুচিন্তিত মতামতের সঠিক ব্যবহার করে। দেশে নির্বাচনে একেবারে সাধারন জনগন ভোট দেয় হুজুগে। যখন যার জোয়ার সেই জোয়ারে তরি ভাসায়। এই সরকর জনগনকে সপ্ন এবং পরিবর্তনের অঙ্গিকার নিয়ে ক্ষমতায় আসে।

কিন্তু তাতে যে তারা অনেক আকাংশে ব্যর্থ তা নিশ্চিত করে বলতে পারি। এবার ব্লগাআরদের কিছু প্নশ্ন করি, বিএনপি ক্ষমতা এসেছে মোট তিন বার। তারা কতটা সফল?যদি সফল হয় তবে জনগন গত নির্বাচনে প্রত্যাখান করেছিল কেন? বিএনপির ভেতরে কি এমন পরিবর্তন এসেছে যার দরুন জনগন ক্ষমতায় আনবে? গত নির্বাচনে বিএনপিকে জনগন ক্ষমতা থেকে হটিয়েছে কারন তারা ব্যর্থ ছিল। একজন ব্যর্থ মানুষকে কি আপনার দ্বিতীয় বার বিশ্বাস করা উচিত? দেশের একটা নির্বাচনে মোটা অংকের অর্থ ব্যয় হয়। উভয় দল যদি দেশের এবং মানুষ কথা ভাবত তাহলে অন্তত কয়েটা নির্বাচন না করে সেই টাকা উন্নয়ন মুলক কাজে ব্যাবহার করা যেত।

যদিও দেশে কেউ নিজসার্থ্য ব্যতিরেখে জনগনের কথা ভেবে রাজনীতি করে এমন একজনও দেখতে পাই না। আমি উভয় দলের কথা বলছি। এই মুহুর্তে মধ্যবর্তি নির্বাচনের আয়োজন করা হলে কি পরিমান অর্থ খরচ হতে পারে? তারা বলেন দেশের উন্নয়নের জন্য রাজনীতি করেন তাহলে দেশের এমন অর্থ খরচ আর মুখে বলা জনগনের জন্য রাজনীতি কি ভন্ডামি নয়? যদিও উভয় দল যেভাবে দেশ চালায় এবং যে উদ্দেশ্য ক্ষমতায় আসে উদ্দিশ্য সমানই। ফলে দেশের জনগনের অর্থ দুজনে অপচয় করে -তো সেটা জেনেই এমন ডাক দিতেই পারেন কারন দেশের টাকা এরাও ভাল পথে ব্যয় করে না আমরা করি না বরং নিজারা ক্ষমতায় আসলে লোকজন হুজুর জুহুর করবে এবং পকেটে কিছু আসবে। দেশের অর্থ অপচয় করে ওনারা ক্ষমতায় আসার জন্য উৎগ্রিব।

কিন্তু কেন? এমন দাবি করা কি বেয়াক্কেলের কাজ নয়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।