আমাদের কথা খুঁজে নিন

   

লেক বৈকালঃপৃথিবীর সর্ববৃহত মিঠা পানির লেক।


[img|http://media.somewhereinblog.net/images/thumbs/tawfiqtuhin_1305049289_1-lake-baikal.jpg লেক বৈকাল। লেক বৈকাল রাশিয়ার পুবে সাইবেরিয়ার বারিয়াত প্রজাতন্ত্রে অবস্থিত। বারিয়াত ভাষায় বৈকালের অর্থ হলো প্রাকৃতিক লেক। এটিই পৃথিবীর সবচেয়ে পুরাতন লেক যার বয়স আনুমানিক ২৫ মিলিয়ন বছর। এ লেকের গড় গভীরতা ৭০০ মিঃ,মানে গভীরতার দিক থেকেও এটি সবচেয়ে বেশী রেকর্ডের অধিকারী।

আর লেকের সবচেয়ে গভীর অঞ্চল ১৭০০ মিঃ গভীর। কাস্পিয়ান হ্রদের পর এটিই ২য় বৃহত্তম হ্রদ। এর আয়তন ৩১,৫০০বর্গ কিঃমঃ। মিঠা পানির হ্রদের মধ্যে বৈকালই সর্ববৃহত লেক পৃথিবীতে। ধারনা করা হয় পৃথিবীর স্বাদু পানির মোট ২০% আছে বৈকাল হ্রদে।

আর বৈকাল সংলগ্ন তৈগা বন পৃথিবীর সর্ববৃহত বন আয়তনের দিক থেকে। ১৯৯৬ সালে এই অঞ্চলকে ইউনেস্কো হ্যারিটেজ সাইট বলে ঘোষনা করা হয়েছে। প্রানীবৈচিত্রের দিক দিয়ে বৈকাল অঞ্চল অত্যান্ত সমৃদ্ধ,প্রায় ১৭০০ প্রজাতির প্রানী ও উদ্ভিদের অবস্থান এই অঞ্চলকে সমৃদ্ধ করেছে। এপ্রিলে বৈকাল। শীতে বৈকাল।

বৈকালের ম্যাপ। বৈকালের ওমুল মাছ রাশিয়ায় বেশ জনপ্রিয়।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।