আমাদের কথা খুঁজে নিন

   

দুই বছরেই যে আমার জীবনকে ফস্টি-নস্টি কৈরা দিল!

আমি তোমার পথ চেয়ে ঠায় দাঁড়িয়ে থাকবো, দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ে শিকড় গজাবে, আমার শাখা-প্রশাখা গজাবে, আমি বৃক্ষমানব হয়ে যাবো তবুও আমি অধৈর্য্য হবো না... ... ...

বয়স হৈলে আসলে দেরি করা উচিত না আমি এই নীতিতে বিশ্বাসী। ইন্টারমিডিয়েটেই মনে খায়েশ জন্মেছিল কিন্তু ভয়ে গার্ডিয়ানকে বলতে পারি নাই। আমি আর কত বড় হবো! বুয়েটে ভর্তির পর খুব বেশি মিস করতে ছিলাম তারে। প্রথম টার্ম শেষে ভয় আর লজ্জা শরমের মাথা খেয়ে বলে ফেললাম বাসায়। কিন্তু পছন্দ অপছন্দের এক্টা ব্যাপার তো থেকেই যায়।

তাছাড়া ফ্যামিলির পছন্দও জরুরী। যারা নিজে ইনকাম কর্তে পারেন তাদের কথা ভিন্ন। আমলাতন্ত্রিক জটিলতায় ফার্স্ট ইয়ারের শেষের দিকে কামডা করে ফেললাম। মালটা মিডল-ইষ্ট(দুবাই) থেকে তোশিবা ব্রান্ডের। বেশি সময় দিলাম নতুন হাতে পেয়ে! অবশেষে থার্ড ইয়ারের শেষ পর্যায়ে এসে আমার উপলব্দি যে, আমরা জীবনের সবচে বেশি সময় খাইছে যে জিনিসটা এটাই আমার ....।

তবে শিখায়ছে অনেক কিছু আমারে.......... আর এই জিনিসটার কারণেই আপনাদের বিরক্ত করতে পার্লাম আমি। দেশের সমস্ত ধইন্যা ক্ষেত নিজেদের মধ্যে ভাগ কৈরা লন। আবার মারামারি কৈরেন্না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।